Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৩ মে, ২০২৫,

সিনিয়র নার্স পদে ৩৫১২ জনকে নিয়োগে সুপারিশ পিএসসির

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২১, ২০২৫, ০৪:৩৩ পিএম


সিনিয়র নার্স পদে ৩৫১২ জনকে নিয়োগে সুপারিশ পিএসসির

সিনিয়র স্টাফ নার্স পদে তিন হাজার ৫১২ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (২১ মে) পিএসসির জনসংযোগ কর্মকতা এস এম মতিউর রহমান এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (২০ মে) রাতে সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। সাংবিধানিক এ প্রতিষ্ঠানটির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানার সই করা বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (দশম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রায় দুই বছর চার মাস পর চাকরিপ্রার্থীরা নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেলেন।

এদিকে, নিয়োগের সুপারিশ করে পিএসসি কিছু শর্ত জুড়ে দিয়েছে। তাতে বলা হয়েছে, সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের নিয়োগের আগের নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সব সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইয়ের পর তা নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ দেবে।

সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

আরএস

Link copied!