ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

পবিপ্রবির কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব নিচ্ছেন ড. দেলোয়ার

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবি প্রতিনিধি

জুন ১, ২০২৫, ০৭:০০ পিএম

পবিপ্রবির কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব নিচ্ছেন ড. দেলোয়ার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠতম শিক্ষক প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেনকে কৃষি অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক প্রশাসনিক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। পরবর্তী দুই বছরের জন্য তিনি কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেনের গবেষণার মূল ক্ষেত্র মাটির পুষ্টি উপাদান ব্যবস্থাপনা (Nutrient Management)। কৃষি মাটি ব্যবস্থাপনার উন্নয়নে তার অবদান দীর্ঘদিনের। তিনি দেশি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে এ পর্যন্ত মোট ৪১টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নেদারল্যান্ডের ওয়াগেনিনগেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করে তিনি দক্ষিণাঞ্চলের ধানভিত্তিক পতিত জমিতে রাইজোবিয়াম ইনোকুলেশনের মাধ্যমে মুগডালের ফলন বাড়ানোর একটি প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছেন।

শুধু গবেষণাতেই নয়, একাডেমিক ও প্রশাসনিক দক্ষতার পাশাপাশি সাংগঠনিকভাবেও ড. দেলোয়ার হোসেন সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান, পবিপ্রবির জিয়া পরিষদের সাবেক সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের সাদা দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক মহল আশা করছেন, কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে ড. দেলোয়ার হোসেনের নেতৃত্বে শিক্ষাগত উৎকর্ষ, গবেষণা প্রসার এবং কৃষি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

ইএইচ

Link copied!