ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫
Amar Sangbad

‘আমার চোখে জুলাই বিপ্লব’ আইডিয়া প্রতিযোগিতায় প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

জুলাই ১৪, ২০২৫, ০৬:৪৭ পিএম

‘আমার চোখে জুলাই বিপ্লব’ আইডিয়া প্রতিযোগিতায় প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয় আয়োজিত “আমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক আইডিয়া প্রতিযোগিতা ২০২৫-এ ঢাকা জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেইউডিএস)।

সোমবার ঢাকা জেলা পরিষদ থেকে পাঠানো এক চিঠিতে বিজয়ী দলের নাম ঘোষণা করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মুবাশ্বির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং অর্থ সম্পাদক সাদিয়া আফরোজ মীম এ প্রতিযোগিতায় দলগতভাবে অংশ নেন। তাদের প্রস্তাবিত আইডিয়ার শিরোনাম ছিল “জুলাই অভ্যুত্থান বিতর্ক উৎসব–২০২৫”।

বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ১০ লক্ষ টাকা, যা সম্পূর্ণভাবে আইডিয়াটি বাস্তবায়নে ব্যয় করা হবে। দলটি জানিয়েছে, তারা এই অর্থ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে উৎসর্গ করেছে।

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, “জুলাই বিপ্লবের ধারণাকে বুদ্ধিবৃত্তিক পরিসরে তরুণদের মাধ্যমে চর্চা করার মাধ্যমে একটি ইতিবাচক ন্যারেটিভ তৈরি করাই আমাদের আইডিয়ার মূল উদ্দেশ্য। বিতর্ক এই চিন্তাচর্চার অন্যতম কার্যকর মাধ্যম। এ মাসের মধ্যেই আমরা জাতীয় বিতর্ক উৎসব আয়োজন করবো।”

সংগঠনের সভাপতি মাঈন আল মুবাশ্বির বলেন, “স্থানীয় সরকার মন্ত্রণালয় আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা জেলার মধ্যে আমরা প্রথম হয়েছি। জেলা প্রশাসক আমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন। ইনশাআল্লাহ, এ মাসেই বিতর্ক উৎসবটি আয়োজন করবো।”

প্রসঙ্গত, গত ৫ জুলাই সরকারের পক্ষ থেকে দেওয়া এক তথ্য বিবরণীতে জানানো হয়, তরুণদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে উৎসাহিত করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণরা দলগতভাবে অংশ নিতে পেরেছেন। যুব সংগঠন, বিতর্ক সংগঠন, স্কাউট, রোভার, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক দল এতে অংশগ্রহণ করে।

ইএইচ

Link copied!