ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫
Amar Sangbad

মালয়েশিয়ায় জনপ্রিয় হচ্ছে বাংলাদেশি রেস্তোরাঁ ও দেশীয় পণ্যের বাজার

আশরাফুল মামুন, মালয়েশিয়া

আশরাফুল মামুন, মালয়েশিয়া

মে ২৬, ২০২৪, ০৬:২৮ পিএম

মালয়েশিয়ায় জনপ্রিয় হচ্ছে বাংলাদেশি রেস্তোরাঁ ও দেশীয় পণ্যের বাজার

মালয়েশিয়ায় দিন দিন জনপ্রিয় হচ্ছে বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট ও দেশীয় পণ্যের মিনি মার্কেট । দেশটিতে এখন দের মিলিয়ন বাংলাদেশি প্রবাসীদের বসবাস। তাদের চাহিদার ভিত্তিতে মালয়েশিয়ার শহর থেকে গ্রামে গড়ে উঠছে দেশীয় খাবারের রেস্টুরেন্ট ও বাংলাদেশি পণ্যের পাসার মিনি বা মুদি দোকান। 

এতে করে বিদেশের মাটিতে বসে প্রবাসী বাংলাদেশিরা যেমন ঘরোয়া খাবার খেতে পারছেন তেমনি এসব প্রতিষ্ঠানে লাখ লাখ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বাড়ছে প্রবাসীদের বাড়তি আয় ও রেমিট্যান্স প্রবাহ। দূতাবাস ও বাংলা কমিউনিটির অনুষ্ঠানে এখন সরবরাহ হচ্ছে দেশীয় খাবার।

মালয়েশিয়া - বাংলাদেশের মধ্যে ধর্ম বর্ণ এক হলেও খাবার - দাবার ও ভোজন বিলাসে রয়েছে বিস্তর ফারাক এবং ভিন্নতা। বাংলাদেশিরা বাহারী মসলায় স্পাইসি কারী খাবারে অভ্যস্ত হলেও মালয়েশিয়ানরা মসলা ও কারী খুবই কম খান। তাদের রন্ধন শিল্প ইন্দোনেশিয়া ও চায়নিজ ঘরানার। তাই প্রবাসীরা এসব খাবারে অভ্যস্ত হতে না পেরে তাদের ভরসা দেশীয় খাবার। দেশটিতে বছরে লক্ষাধিক বাংলাদেশি পর্যটক আসেন। পর্যটক আর শ্রমিকরা দেশটিতে এসেই মালয় খাবার খেতে পারেন না। তাদের চাহিদার ভিত্তি তে এখন হাজার হাজার বাংলা রেস্তোরাঁ ও মিনি মার্কেট গড়ে উঠছে। একটা সময় দেশীয় খাবার ও মাছ, তরকারি ঢাকা থেকে আমদানি করা হলেও এখন মালয়েশিয়ায় স্থানীয় ভাবে চাষ করে উৎপাদন করা হচ্ছে। প্রবাসে এ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হচ্ছে। কুয়ালালামপুর সহ বিভিন্ন রাজ্যে ১০টি মিনি মার্কেট ও একাধিক রেস্টুরেন্ট চালু করেছেন ব্যবসায়ী জহিরুল ইসলাম।

আজ থেকে ১ যুগ আগেও মালয়েশিয়ায় কোন বাংলাদেশি খাবারের রেস্টুরেন্টে ও দেশীয় পণ্যের বাজার ছিল না। প্রবাসীদের ক্রম বর্ধমান চাহিদা মেটাতে মালয়েশিয়ার ১৩ রাজ্যে দেশীয় পণ্যের প্রতিষ্ঠান গড়ে উঠছে। এসব বাংলাদেশি পণ্য সরবরাহ করার জন্য মালয়েশিয়া প্রতিটি রাজ্যে দেশীয় সব শাক সবজির চাষাবাদ, মাছের ও গরুর খামার স্থাপন করছে বাংলাদেশি ব্যবসায়ীরা। আর এসব দেশীয় খাবারে রসনার তৃপ্তি মেটাতে গড়ে উঠেছে শত শত রেস্তোরাঁ যেগুলো বাংলাদেশিরা পরিচালনা করছেন। কোটি কোটি টাকা বিনিয়োগ করছেন প্রবাসীরা। প্রবাসী কর্মীরা বলেন তাদের সকাল থেকে গভীর রাত পর্যন্ত এক টানা কাজ করতে হয়। কাজ শেষে নিজের খাবার নিজেই তৈরী করে খেতে হয় প্রবাসে। দেশীয় খাবারের রেস্টুরেন্ট থাকার ফলে প্রবাসীদের সময় বাঁচে। প্রবাসীদের পাশাপাশি মালয়েশিয়ানদের মাঝেও বাংলা খাবার জনপ্রিয় হচ্ছে।

তারই ধারাবাহিকতায় দেশটির কাজাং সেমুনিয়া এলাকায় মো. জহিরুল ইসলাম এর ১০ তম ব্রাঞ্চ জাইম এন্ড জাফির রেস্টুরেন্ট এবং পাছার মিনি মার্কেট উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মাহবুব মাওলা, মোহাম্মদ খোকন,বাদল হোসাইন,মিজানুর রাহমান। মালয়েশিয়ান বিশিষ্ট নাগরিকের মধ্যে উপস্থিত ছিলেন, দাঁতিন এস নিছা বিবি, রুস লিনডা বিনতে শাফি, খাইরুল নিনা বিনতে অতমা, দাতোক আব্দুল রাজ্জাক, ডক্টর জাহিরিনা, হাজী ডিজুল, দাতোক জামাল উদ্দিন বিন মোহাম্মাদ সহ শত শত প্রবাসী বাংলাদেশিরা।

আরএস

Link copied!