Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ২৭ শ্রাবণ ১৪২৯

কবির সুমন লিজার কণ্ঠ পছন্দ করেছেন: আসিফ আকবর

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৫, ২০২২, ০৩:৩৫ পিএম


কবির সুমন লিজার কণ্ঠ পছন্দ করেছেন: আসিফ আকবর

আবারও একটি নতুন গানের কথা ও সুর করেছেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান সঙ্গীত পরিচালক, গায়ক ও গীতিকার কবির সুমন। যেখানে থাকবে একটি নারী কণ্ঠ। তার সঙ্গে পুরুষ কণ্ঠ হিসেবে থাকছেন আসিফ। কে হতে পারে সেই নারী কণ্ঠ সেটি চূড়ান্ত হতে সময় লেগেছে ভালোই। অবশেষে সানিয়া সুলতানা লিজার মিষ্টি কণ্ঠই পছন্দ হয়েছে কবির সুমনের।

খ্যাতিমান এ সঙ্গীত পরিচালকের সঙ্গে শিল্পী আসিফ আকবরের দারুণ সখ্যতা।

ফেরে না হারানো দিনগুলো, পথে ওড়ে স্মরণের ধুলো এমন কথার গানটি নিয়ে আসছেন আসিফ ও লিজা।

মঙ্গলবার (৫ জুলাই) সকালেই বিষয়টি এক ফেসবুক স্ট্যাটাসে জানান আসিফ আকবর। তিনি লিখেছেন, হীরক রাজার দেশে আছি গোপী গাইন হয়ে, গাইতে হবে গান। প্রেমের গান, বিরহের গান, জালিমের টিকিতে দেয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে দিয়ে বেঁচে থাকার গান। কবির সুমনের গান।

আসিফ আরও লিখেছেন, তিনি পছন্দ করেছেন আমার অত্যন্ত স্নেহের কলিগ সানিয়া সুলতানা লিজার কণ্ঠ। লিজার এগিয়ে যাওয়ার পথে আমিও একসঙ্গে মার্চ করছি।

শ্রদ্ধেয় অগ্রজ কবির সুমনের লেখা সুরে আমরা গেয়েছি একসঙ্গে একটি ডুয়েট গান। সঙ্গে আছে উজ্জ্বল সিনহা’র মায়াবী সঙ্গীতায়োজন। আসছে এই ঈদেই। লিজার জন্যও অনেক শুভকামনা।

এবি