ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫
Amar Sangbad

মীর সাব্বিরকে ক্ষমা চাইতে বললেন ইসরাত পায়েল

বিনোদন ডেস্ক

নভেম্বর ১৬, ২০২২, ১১:৪৫ এএম

মীর সাব্বিরকে ক্ষমা চাইতে বললেন ইসরাত পায়েল

মিসেস ইউনিভার্স বাংলাদেশের মঞ্চে হোস্ট ইসরাত পায়েলকে ‘উদলা’ বলে বসেন অভিনেতা মীর সাব্বির। বরিশালের ভাষায় উদলা শব্দের অর্থ হল উলঙ্গ বা অনাবৃত।

‘কুরুচিকর’ মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। সোশ্যালে ঢুঁ মারলেই এখন চোখে পড়ে অভিনেতা মীর সাব্বিরের বরিশালের আঞ্চলিক ভাষার সংলাপ ‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা’।

মিসেস ইউনিভার্সের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব কে করবেন, তা জানতেই বসেছিল বর্ণাঢ্য অনুষ্ঠানের আসর। যদিও মঞ্চে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা, সেই নিয়ে তুমুল হইচই সোশ্যাল মিডিয়ায়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইসরাত পায়েল। তাঁর অভিযোগ বিচারক তথা অভিনেতা মীর সাব্বির ভরা মঞ্চে তাঁকে হেনস্থা করেছেন।

সেই দিন ঠিক কী ঘটেছিল? 
মিসেস ইউনিভার্স বাংলাদেশ চলাকালীন ইশরাত পায়েলের উদ্দেশে বিচারক বলেন, ‘এই মাতারি তুমি এমন উদলা (উলঙ্গ) গায়ে দাঁড়ায়ে আসো কি লিগ্গা?’ অনুষ্ঠান মঞ্চে মীর সাব্বিরের কথায়, হেসে গড়িয়ে পরলেও পরবর্তীতে বোমা ফাটান পায়েল।

তিনি বলেন, ‘মঞ্চে এসে উনি যদি মেয়েদের পোশাক নিয়ে কথা বলেন, বিশেষ করে বিচারকে জায়গায় থেকে সেটা ভীষণ অশোভন, কুরুচিপূর্ণ। পোশাক নিয়ে কোনও মেয়েকে এইভাবে বুলিং করাটা কুরুচিকর’।

ঘটনার প্রেক্ষিতে ইশরাত পায়েল জানান, ১১ নভেম্বরের ঘটনা এটি। বিচারক হিসাবে তাঁর অভিজ্ঞতা শেয়ার করে নিতেই মীর সাব্বিরকে মঞ্চে ডেকেছিলেন পায়েল। সিনিয়র এই অভিনেতার খুব জনপ্রিয় বরিশালের ভাষায় সংলাপ বলবার জন্য। সকলের জন্য তেমনই কিছু ডায়লগ বলবার অনুরোধ অভিনেতার কাছে রাখেন ইশরাত পায়েল।

নাটকের কোনও সংলাপ মনে নেই জানিয়ে সাব্বির বলে বসেন- ‘এই মাতারি তুমি এমন উদলা (উলঙ্গ) গায়ে দাঁড়ায়ে আসো কি লিগ্গা?’

পায়েল আরও বলেন, ‘আমি বুঝতে পারছি না উনি এটা বুঝে বলেছে নাকি উত্তেজনার বশে বলে ফেলেছেন। তবে বলার পর ওঁনার উচিত ছিল আমাকে এসে সরি বলা। আশা করছি এই বিষয়টা আমার সঙ্গে আপনি ক্লিয়ার করবেন। আপনার কোনও অসুবিধা থাকলে (খোলামেলা পোশাক নিয়ে) আপনি নিজের ঘরের মা-বোনেদের বলতে পারেন। কিন্তু আপনার কোনও অধিকার হাজার হাজার মানুষের সামনে আমাকে বুলি করবার’।  

এ বিষয়ে উপস্থাপিকা এক ভিডিও বার্তায় অভিনেতাকে এমন গুরুত্বপূর্ণ মঞ্চে এরকম মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার অনুরোধ জানান।

এআই

Link copied!