বিনোদন প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২২, ০২:৫৪ এএম
বিনোদন প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২২, ০২:৫৪ এএম
নতুন প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ক্লোজআপ তারকা নোলক বাবু তার ভক্তদের জন্য নতুন ১০টি গান নিয়ে আসছেন।
গত এক সপ্তাহে তিনি এই ১০টি গান রেকর্ড করেছেন। শিল্পী নোলকের গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গান হচ্ছে, ‘তোর বুকের ভেতর’। এ গানটির কথা লিখেছেন তরুণ শিং, সুর করেছেন রিগ্যান।
চিত্র রায়ের লেখা ‘কত ভালোবাসি তোরে’ গানটির সুর করেছেন রিগ্যান। ইমরান ভাণ্ডারির লেখা ও সুরে ‘কেনো দূরে দূরে থাকো’। ‘তোমায় একটা কথা বলবো চুপি চুিপি’ ও ‘বড় বেঈমান’ এ গান দুটির কথা লিখেছেন ও সুর করেছেন তরুণ সিং।
অন্যদিকে নোলক নিজের সুর ও সংগীতে ‘নিজের থেকে ভালোবাসি একটু বেশি তোরে’ শিরোনামের একটি গান গেয়েছেন। তরুণ সিংয়ের কথায় এ গানে কণ্ঠ দিয়েছেন রাজু আহমেদ।
নতুন গান প্রসঙ্গে নোলক বাবু বলেন, ‘প্রিয় শ্রোতাদের জন্য আমি সব সময় নতুন নতুন গান উপহার দেয়ার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় গত এক সপ্তাহে নতুন ১০টি গান করেছি। গানগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে শ্রোতাদের জন্য শিগগির অবমুক্ত করা হবে। আশা করছি গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’
বর্তমানে নোলক বাবু কনসার্ট ও বিভিন্ন টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। সম্প্রতি তিনি নাগরিক টিভি, গ্লোবাল টিভি, আরটিভি ও এশিয়ান টিভির লাইভ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।