Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

দাগী দিয়ে আবারও বড় পদ্মায় আরফান নিশো

বিনোদন ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৪, ১২:২১ পিএম


দাগী দিয়ে আবারও বড় পদ্মায় আরফান নিশো

ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম আরফান নিশো। গতবছর সুড়ঙ্গের মাধ্যমে বড় পদ্মায় পা রাখেন নিশো। ইদুল আজহায় চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। এরপর দীর্ঘসময় বিরতিতে ছিলেন নিশো। সিনেমার জন্য নাটক-ওয়েব সিরিজের কাজ ছেড়েছেন কিন্তু সেখানেও দেখা যায়নি তাকে। নানা ধোঁয়াশা কাটিয়ে দাগী চলচ্চিত্রে আবারও বড় পদ্মায় ফিরছেন আরফান নিশো।

গত কয়েকদিন আগে চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছে। 
নির্মাতা শিহাব শাহিনের অধীনে কাজ করবেন নিশো। সিনেমাটির শুটিং শুরু হবে নভেম্বর মাসে। আগামী বছর ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছবিটি প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এর ব্যানারে মুক্তি পাবে । 

এ সিনেমায় আরফান নিশোর বিপরীতে কে থাকবে তা এখনও জানা যায়নি।

দাগী আরফান নিশোর দ্বিতীয় সিনেমা। এদিকে দাগী শিহাব শাহিনেরও  দ্বিতীয় সিনেমা। শিহাব শাহিন পরিচালিত প্রথম সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’।

এসকে/বিআরইউ

Link copied!