Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪,

ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ১৮০০ রোগী

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৬, ২০২৩, ০৭:৪১ পিএম


ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ১৮০০ রোগী

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ৬৪ জন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৮০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০২২ সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হন।

এর আগে ২০২০ সালে করোনা মহামারিকালে সারাদেশে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।

আরএস

Link copied!