Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪,

রোবেদ আমিনকে সরিয়ে স্বাস্থ্যের ডিজির দায়িত্বে নাজমুল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৯:৪৪ পিএম


রোবেদ আমিনকে সরিয়ে স্বাস্থ্যের ডিজির দায়িত্বে নাজমুল

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (চলতি দায়িত্বে) পদ থেকে অধ্যাপক রোবেদ আমিনকে সরিয়ে নিল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। মহাপরিচালকের দায়িত্ব (অতিরিক্ত) পালন করবেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ডা. নাজমুল হোসেন তাঁর দায়িত্বের অতিরিক্ত হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব পালন করবেন।

এতে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরএস

Link copied!