Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

করোনায় বিশ্বজুড়ে আরও ১ হাজার ৭১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৬, ২০২২, ১০:০৮ এএম


করোনায় বিশ্বজুড়ে আরও ১ হাজার ৭১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা সংক্রমণে ১ হাজার ৭১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন ৫ লাখ ২১ হাজার ২৭৫ জন। এছাড়া এ মহামারি থেকে সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৩ হাজার ৬৩৬ জন।

এর ফলে বিশ্বজুড়ে করোনা সংক্রমণে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৪ হাজার ৮৩৭ জজনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ৮৪৮ জনে। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৪ কোটি ৫৮ লাখ ৪৮ হাজার ১৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে। দেশটিতে ১ লাখ ৭২ হাজার ৬৭৩ জন করোনা সংক্রমিত হয়েছেন। এ সময়ে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৮৮৫  জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট ১ কোটি ১৩ লাখ ৪৬ হাজার ৫৮৪ জন করোনা আক্রান্ত হয়েছে।

একই সময়ে সবেচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ব্রাজিলে। দেশটিতে ১৯২ জন করোনা সংক্রমণে মারা গেছেন। এখানে নতুন করে ৩০ হাজার ৬০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৭ হাজার ২১৩ জনে। আর মোট করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ২১ হাজার ৯৬৫ জনের।

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ হাজার ৮৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে এ মহামারিতে মারা গেছেন ১১৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ২৩ লাখ ৩৯ হাজার ৯২৫ জনে। এ পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ৫২ হাজার ৪৬৭ জন।

এছাড়া করোনা সংক্রমিত হয়ে একদিনে, ফ্রান্সে ১৩০ জনের, ইতালিতে ১০৪ জনের, তাইওয়ানে ৫৩ জনের, চিলিতে ৫১ জনের, রাশিয়ায় ৩৪ জনের, ইরানে ৩৩ জনের, অস্ট্রেলিয়ায় ৩২ জনের ও থাইল্যান্ডে ৩২ জনের  মৃত্যু হয়েছে।

মহামারি শুরুর প্রায় এক বছর পর টিকা আবিষ্কার করতে সক্ষম হন বিজ্ঞানীরা। তারপর থেকে করোনার ঢেউ অনেকটা কমে আসে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ করোনা টিকার বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে। করোনার প্রকোপ থেকে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে বিশ্ব। এখন পর্যন্ত বিশ্বের যেসব দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল সবই প্রায় তুলে নেয়া হয়েছে।

ইএফ

Link copied!