Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫,

হামলার পাল্টা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক   

আন্তর্জাতিক ডেস্ক   

মে ৭, ২০২৫, ০৪:৫৮ পিএম


হামলার পাল্টা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান

ভারতের আঘাত হানা ‘অপারেশন সিন্দুর’ এর পাল্টা জবাব দিতে ‘সংশ্লিষ্ট পদক্ষেপের’ অনুমতি দিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) এই অনুমোদন দেয়।

ভারতের হামলার পর আজ বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এনএসসির বৈঠক। তাতে এই হামলার নিন্দা জানানো হয়। খবর ডনের।

এনএসসির দেয়া বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনুমতি দেয়া হয়েছে। ভারতের নগ্ন আগ্রাসনে সমগ্র পাকিস্তানি জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা, ত্যাগ ও মাতৃভূমির প্রতিরক্ষায় তাদের সময়োচিত কাজের প্রশংসা করছে।

জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের বরাত দিয়ে এনএসসি বলেছে, নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি ও পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। সময় অনুযায়ী যথাযথ স্থানে পছন্দ মতো পাকিস্তান প্রতিক্রিয়া জানাবে।

গতকাল মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিন্ধুরে ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

অপরদিকে, পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, তার দেশ পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান এবং একটি কমব্যাট ড্রোন ভূপাতিত করেছে।

দিল্লির সাউথব্লকের দাবি, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে হামলাসহ ‘সন্ত্রাসবাদে পাকিস্তানের নিরবচ্ছিন্ন প্রশ্রয়ে’র জবাব দিতেই দেশটিতে হামলা চালানো হয়েছে।

আরএস

Link copied!