ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

দিল্লিতে ১২১ বাংলাদেশি গ্রেপ্তার, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৩, ২০২৫, ০৬:৫৪ পিএম

দিল্লিতে ১২১ বাংলাদেশি গ্রেপ্তার, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু

ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত সাত দিনে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১২১ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। 

দিল্লি পুলিশের দাবি, তারা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে অন্তত তিন বছর ধরে শ্রমিকের কাজ করছিলেন।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা একাধিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, গত এক সপ্তাহ ধরে দিল্লির আলিপুর, বাওয়ানা, নারেলা, স্বরূপনগর ও শাহবাদ ডেয়ারি এলাকার বিভিন্ন শিল্পাঞ্চলে অভিযান চালায় পুলিশের বিশেষ তদন্তকারী দল। এতে মোট ৮৩১ জন সন্দেহভাজন শ্রমিককে জিজ্ঞাসাবাদের পর ১২১ জনকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে শনাক্ত করা হয়।

গ্রেপ্তারদের সবাইকে দিল্লির বন্দি শিবিরে পাঠানো হয়েছে এবং বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানায় পুলিশ।

এছাড়া, অভিযানে পাঁচ ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া ও জাল পরিচয়পত্র তৈরি করে দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বাংলাদেশিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬(২), ৩৪০(২) এবং ৬১(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।

তদন্তকারীদের ধারণা, বাংলাদেশি নাগরিকদের ভারতে অনুপ্রবেশে সহায়তা করতে একটি সুসংগঠিত চক্র সক্রিয় রয়েছে। চক্রটির মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!