ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫
Amar Sangbad

ভয়াবহ বিমান দুর্ঘটনা: ছাত্রাবাসে আছড়ে পড়ায় বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১২, ২০২৫, ০৫:৪৬ পিএম

ভয়াবহ বিমান দুর্ঘটনা: ছাত্রাবাসে আছড়ে পড়ায় বহু হতাহতের শঙ্কা

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বৃহস্পতিবার (১২ জুন) ভয়াবহ বিমান দুর্ঘটনায় কেঁপে উঠেছে শহরটি। গুজরাট থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়েছে। বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন।

বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ছাত্রাবাস ভবনে আঘাত হানে। এতে বহু যাত্রী এবং ছাত্রাবাসের শিক্ষার্থী হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পরপরই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। মুহূর্তেই ছাত্রাবাসে আগুন ধরে যায় এবং ঘন ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের লোকজনের মাঝে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, “বিমানটি ধসে পড়ার সঙ্গে সঙ্গে বিশাল আগুনের কুণ্ডলি তৈরি হয়, পরে তা ধোঁয়ায় পরিণত হয়। মানুষ চিৎকার করতে করতে পালাচ্ছিল।”

ছাত্রাবাসটি একটি এমবিবিএস মেডিকেল কলেজের বলে জানা গেছে। সেখানে শতাধিক শিক্ষার্থী অবস্থান করছিলেন। ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা জানানো হয়নি।

ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ ইউনিট। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, “এটি আহমেদাবাদের ইতিহাসে অন্যতম একটি শোকাবহ দিন। অনেক তরুণ শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে। আমরা গভীর শোক প্রকাশ করছি।”

বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (AAIB) ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

বিমানবন্দরের আশপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুরো দেশজুড়ে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। কেন্দ্রীয় সরকার ও গুজরাট রাজ্য সরকার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

ইএইচ

Link copied!