ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
Amar Sangbad

নিউ ইয়র্কের ব্রুকলিন লাউঞ্জে গুলিবর্ষণ, নিহত ৩

আবু সাবেত, নিউ ইয়র্ক প্রতিনিধি

আবু সাবেত, নিউ ইয়র্ক প্রতিনিধি

আগস্ট ১৮, ২০২৫, ১১:৪৮ এএম

নিউ ইয়র্কের ব্রুকলিন লাউঞ্জে গুলিবর্ষণ, নিহত ৩

নিউ ইয়র্ক সিটির এক লাউঞ্জে গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত এবং নয়জন আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার ভোর ৩টা ৩০ মিনিটের কিছু আগে ব্রুকলিনের ক্রাউন হাইটসে ‘টেস্ট অব দ্য সিটি’ লাউঞ্জে এ ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গেই অসংখ্য ৯১১ কল আসে জরুরি পরিষেবায়।

কয়েক মিনিটের মধ্যে পুলিশ ৯০৩ ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে পৌঁছে দেখে, ১৯ থেকে ৬১ বছর বয়সী নয়জন পুরুষ ও তিনজন নারী গুলিবিদ্ধ হয়েছেন।

তিনজন পুরুষ মারা যান। একজন, যার বয়স ১৯, ঘটনাস্থলেই মারা যান। আরও দুইজন, যাদের বয়স ২৭ ও ৩৫, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে পরে মৃত্যুবরণ করেন।

অন্য আহতদের প্রাণহানির আশঙ্কা নেই, তারা আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, ভিড় জমা ক্লাবের ভেতরে ঝগড়া-বিবাদ থেকে গুলিবর্ষণ শুরু হয়। এতে একাধিক, সর্বোচ্চ চারজন শ্যুটার জড়িত ছিল।

জেসিকা টিশ বলেন, আমাদের অপরাধ তদন্তকারীরা ঘটনাস্থল থেকে ইতোমধ্যে ৪২টি খোসা উদ্ধার করেছেন। এগুলো একাধিক বন্দুক থেকে ছোড়া হয়েছে। খোসাগুলো ৯ মিমি ও .৪৫ ক্যালিবার অস্ত্রের। তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি গ্যাং-সংক্রান্ত হামলা বলে মনে হচ্ছে।

টিশ উল্লেখ করেন, নিউ ইয়র্ক সিটিতে মোট গুলিবর্ষণের প্রায় ৬০ শতাংশই গ্যাং-সম্পর্কিত।

বেডফোর্ড অ্যাভিনিউ ও ইস্টার্ন পার্কওয়ের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, তবে সেটি এই গুলিবর্ষণের সঙ্গে সম্পর্কিত কি না, তা এখনো তদন্তাধীন।

জনগণের উদ্দেশে মেয়র অ্যাডামস বলেন, আপনি যদি ওই ক্লাবের ভেতরে থাকেন, যদি কারও মুখে গুলির প্রসঙ্গ শুনে থাকেন, যদি কাউকে পালাতে দেখেন—যেকোনো তথ্য আমাদের এই অপরাধের টুকরো-টুকরো ছবি জোড়া দিতে সহায়তা করবে, এ ধরনের মারাত্মক বন্দুক সহিংসতা একটি সমাজ ও শহরের গভীর ক্ষত সৃষ্টি করে... আমরা অবৈধ অস্ত্র সরিয়ে নিতে আক্রমণাত্মক পদক্ষেপ চালিয়ে যাব।

পাদরি গিলফোর্ড মনরোজ বলেন, যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার-পরিজনের প্রতি আমাদের প্রার্থনা ও সমবেদনা রইল, এবং হাসপাতালে ভর্তি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এর আগেও ২০২৪ সালের নভেম্বর মাসে একই লাউঞ্জে আরেকটি (অপ্রাণঘাতী) গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। এখনো কাউকে গ্রেফতার করা যায়নি, তদন্ত অব্যাহত রয়েছে।

জেএইচআর

Link copied!