ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

যেসব খাবারে বৃদ্ধি পায় যৌন চাহিদা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৫, ০৫:১৯ পিএম

যেসব খাবারে বৃদ্ধি পায় যৌন চাহিদা

যৌন চাহিদাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে ‘লিবিডো।’ এই লিবিডো বেশি তুঙ্গে থাকা সুস্বাস্থ্যের ইঙ্গিত দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, সেক্স ড্রাইভ কম থাকলে আরও নানা সমস্যা শরীরে বাসা বাঁধতে পারে। তাই প্রাকৃতিকভাবে যৌন চাহিদা বৃদ্ধি করতে হলে কিছু খাদ্য নিয়মিত খাওয়া উচিত।

বাদাম

চিনাবাদাম, আখরোট, কাজু এবং পেস্তার মতো বাদাম খাওয়ার অভ্যেস করলে দেহের সেক্সড্রাইভ ‍‍`লিবিডো‍‍` বাড়াতে সাহায্য করে। এই ধরনের বাদাম থেকে নারী-পুরুষ উভয়েই উপকৃত হতে পারেন। এই জাতীয় বাদামে থাকে অ্যামাইনো অ্যাসিড এল-আর্জিনাইন যা যৌনাঙ্গে নাইট্রিক অক্সাইড সহ রক্তপ্রবাহ বৃদ্ধিতে সক্ষম। এর ফলে প্রকৃতিকভাবে একজন ব্যক্তির লিবিডোর পরিমাণ বাড়ে।

বীজ

কুমড়োর বীজ, সূর্যমুখী বীজ ইত্যাদিতে রয়েছে দেহের প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেসিয়ামসহ প্রচুর পরিমাণে জিঙ্ক। হেলদি সেক্স লাইফের ক্ষেত্রে জিঙ্কের অবদান বিশাল। এসব খাবার প্রস্টেট গ্ল্যান্ড সুস্থ রাখে, স্বাস্থ্যবান শুক্রাণু তৈরি করে, মেল সেক্স হরমোন ‍‍`টেসটোস্টেরন‍‍` তৈরির হার বৃদ্ধি করে।

মাংস

যে কোনও ধরনের মাংসেই থাকে প্রোটিন। মুরগির মাংস, গরুর মাংস হোক বা অন্য কিছু, সব কিছুতেই কাজের শক্তি বাড়ে। এ ছাড়াও, মাংসে থাকে প্রচুর পরিমাণ জিঙ্ক। মাংস খেলে রক্ত চলাচল বাড়ে, দেহ সতেজ থাকে, সেক্স লাইফ বৃদ্ধি পায়।

ফল এবং শাকসবজি

প্রতিদিন খাওয়া যেতে পারে খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ ফল ও শাকসবজি। বিশেষ করে কমলালেবু এবং স্ট্রবেরির মতো ভিটামিন ‍‍`সি‍‍` সমৃদ্ধ খাবার যৌন ক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলে। এসব খাবার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করে।

রসুন
রসুনে রয়েছে ‍‍`অ্যালিসিন‍‍` নামক পদার্থ যা যৌনাঙ্গে রক্ত সঞ্চালনের হার বাড়ায়। ফলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। ভাত বা অন্য খাবারের সঙ্গে কাঁচা রসুন খাওয়া যেতে পারে।

কলা

নিয়মিত কলা খেলে পুরুষের সেক্স হরমোন টেস্টোস্টেরন তৈরির হার বাড়ে। কারণ, কলায় রয়েছে ব্রোমেলাইন এনজাইম, পটাশিয়াম ইত্যাদি যা দেহে রক্ত সঞ্চালনার হার বৃদ্ধি করে যৌন ক্ষমতা বাড়িয়ে তোলে।

গাজর

গাজরে রয়েছে ভিটামিন-‍‍`এ‍‍` যা সেক্স হরমোন প্রোজেস্টেরন তৈরি ও শুক্রাণু তৈরির হার বাড়ায়।

ঝাল খাবার

‍‍`ফিজিওলজি ও বিহেভিওর‍‍` জার্নালে প্রকাশিত হয়েছে, যেসব পুরুষরা ঝাল খাবার খান, তাঁদের টেস্টোস্টেরন বেশি মাত্রায় তৈরি হয়। মরিচে রয়েছে ‍‍`ক্যাপসাইসিন‍‍` যা যৌন ক্ষমতা বাড়িয়ে তোলে।

ইএইচ

Link copied!