Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

আরও ২৭৫ ডেঙ্গু রোগী হাসপাতালে

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৮, ২০২২, ০৪:৪৮ পিএম


আরও ২৭৫ ডেঙ্গু রোগী হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও একইসময়ে আরও ২৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২০৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৭১ জন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বুধবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৯৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৮৩ জন।

এতে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৮৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭২১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

চলতি বছরে দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৯৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৩৪ জন। এ ছাড়া ডেঙ্গুতে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে।

এবি

Link copied!