ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বুড়িগঙ্গার তীর দখলমুক্তে অভিযান শুরু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ২০, ২০২৫, ০২:২৩ পিএম

বুড়িগঙ্গার তীর দখলমুক্তে অভিযান শুরু

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরভূমি দখলমুক্ত করতে দুই দিনের বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। 

ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে বুধবার (২০ আগস্ট) থেকে শুরু হওয়া এ অভিযান চলবে বৃহস্পতিবার (২১ আগস্ট) পর্যন্ত।

এর আগে, মঙ্গলবার বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশনের নির্দেশনা অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে পোস্তগোলা সেতু থেকে ধোপাতিয়া বা কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত এলাকা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর মিরেরবাগ, নয়াটোলা, দোলেশ্বর, হাজারীবাগ ও কাটুরাইল মৌজার নদীর তীরবর্তী অংশ। এই এলাকাগুলো থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভরাট অপসারণ করা হবে।

এ জন্য ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সামগ্রিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্বও পালন করা হবে। এ সময় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, বুড়িগঙ্গার তীরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দখল ও স্থাপনার কারণে নদী সংকুচিত হয়ে পড়ছে। এতে পরিবেশ ও নৌ-নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। সে কারণে নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবেই স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালিত হচ্ছে।


জেএইচআর

Link copied!