Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন ড. ইউনূস: তথ্যমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

জুন ৩০, ২০২২, ০২:০৭ পিএম


শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন ড. ইউনূস: তথ্যমন্ত্রী

ড. মুহাম্মদ ইউনূস বুধবার (২৯ জুন) যে বিবৃতি দিয়েছেন সেটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

একই সঙ্গে পদ্মা সেতু নিয়ে যারা বিরোধিতা করেছেন তারা সারা দেশের মানুষের উল্লাস দেখে লজ্জিত।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।  

তথ্যমন্ত্রী বলেন, ড. মুহাম্মদ ইউনূস পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে ষড়যন্ত্র ও সেতুর বিরোধিতা করেছেন সেটা দিবালোকের মতো স্পষ্ট। এভাবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে লাভ নেই। প্রয়োজনে আরো প্রমাণ দেওয়া হবে।

আমারসংবাদ/এবি

Link copied!