Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

বাণিজ্য মেলায় আলোচনায় কোটি টাকার পরী পালঙ্ক

রফিকুল ইসলাম, পূর্বাচল

রফিকুল ইসলাম, পূর্বাচল

জানুয়ারি ৯, ২০২৩, ০২:৩৭ পিএম


বাণিজ্য মেলায় আলোচনায় কোটি টাকার পরী পালঙ্ক

রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলে আয়োজিত এবারের বাণিজ্য আলোচনায় রয়েছে ১৬ পরীর রাজকীয় পালঙ্ক খাট, দাম উঠছে অর্ধ কোটি টাকা।

খাটের চার কোণে ডানা মেলে দাঁড়ানো অবস্থায় রয়েছে চারটি কাঠের তৈরি পরী। পরীদের ডান হাতে রয়েছে প্রজাপতি। জলম এবং বক্সের অংশে রয়েছে ছোট বড় আরও ১২টি পরী। পুরো খাটজুড়ে রয়েছে হাতে খোদাই করা নকশা। কাঠের কারুকাজ করা ১৬টি পরী ছাড়াও নানা রকমের নকশায় ফুটে উঠেছে খাটটি।

সেগুন কাঠ দিয়ে সম্পূর্ণ হাতে খোদাই করে বানানো রাজকীয় এই খাট নজর কাড়ছে মেলায় আগত দর্শনার্থীদের।

মেলায় সকাল থেকেই দেখা গেছে ফাতেমা এন্টারপ্রাইজ নামে ৪২নং স্টলে খাটটি দেখতে ভিড় জমিয়েছেন সবাই সেলফী নিচ্ছেন পরীর সাথে। দাম শোনে তাদের মধ্যে চলছে নানা কৌতুহল।

খাগড়াছড়ির গুইমারা ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা কাঠমিস্ত্রি মো. আবু বক্কর (৩৫) এর  তৈরি খাটটির ছবি সামাজিক যোগোযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন সংবাদ মাধ্যমেও পরী পালঙ্কের সংবাদ প্রচার করা হয়।

জানা গেছে, শখের বসে খাটটি বানিয়েছেন খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা গুইমারা ইউনিয়নের ফাতেমা এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মো. নুরন্নবী।

শখের বশে বানালেও তিনি খাটটি বিক্রি করতে নিয়ে এসেছেন ঢাকা বাণিজ্য মেলায়। ২০১৭ সালে নুরুন্নবীর বাড়িতে পরী পালঙ্ক খাটের কাজ শুরু হয়। খাটের কাজ শেষ হয় গত বছরের ১৬ মার্চ। কোনও সহযোগি ছাড়া এককভাবে ৩ বছর ২ মাসে এটি তৈরি করেছেন আবু বক্কর। কাঠমিস্ত্রি তার কাজের পারিশ্রমিক নিয়েছেন ৯ লাখ ৫০ হাজার টাকা। এটি তৈরি করতে কাঠ লেগেছে প্রায় ৮৫ ঘনফুট। খাটটির বার্নিসের পেছনে খরচ হয়েছে লাখ টাকারও বেশি। এতে মোট ব্যয় হয়েছে ৪০ লাখ টাকা। এক কোটি টাকা হলে খাটটি বিক্রি করবেন বলে জানিয়েছেন নুরুন্নবী। এরইমধ্যে গতকাল পর্যন্ত সর্বোচ্চ ৫০ লাখ টাকা দাম উঠেছে বলে তিনি আমার সংবাদ কে জানান।

তবে এক কোটি টাকা চাইলেও কিছুটা কমে বিক্রি করবেন বলে জানান তিনি। এছাড়া খাট বিক্রির লাভের একাংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে দিবেন নুরুন্নবী।

তিনি জানান, এই খাটটি যে কিনবে খাটের সঙ্গে উপহার হিসেবে তাকে ইয়ামাহা ব্রেন্ডের একটি এফ জেড মোটরসাইকেল এবং ১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার দেয়া হবে।

কাঠমিস্ত্রি মো. আবু বক্কর জানান, বহুদিন আমার স্বপ্ন ছিল এমন একটি পরী খাট বানাবো অবশেষে বানাতে পেরেছি এরকম আরও কিছু জিনিস আবিষ্কার করার ইচ্ছা আছে। অত্যাধুনিক কারুকাজের খাটটি তৈরিতে কোনো ক্যাটালগ ব্যবহার করা হয়নি যা কিছু করেছি আমার আবেগ থেকে। খাটটিতে ১৬টি পরী, ৪টি প্রজাপতি ও ৪টি চাঁদ রয়েছে।

কেএস 

Link copied!