community-bank-bangladesh
Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪,

পিলখানা ট্রাজেডি স্মরণে যে কর্মূসিচ ঘোষণা করলো বিএনপি

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০২:১৬ পিএম


পিলখানা ট্রাজেডি স্মরণে যে কর্মূসিচ ঘোষণা করলো বিএনপি

পিলখানায় বিজিবি সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সংঘটিত হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদকও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০ টায় বনানীস্থ সামরিক করবস্থানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি’র নেতৃবৃন্দ পূষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মুনাজাত   করবেন।

২৬ ফেব্রুয়ারি  রবিবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভায় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সভায় যোগ দেয়ার আহবান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এআরএস

Link copied!