Amar Sangbad
ঢাকা বুধবার, ০১ মে, ২০২৪,

হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ২৯, ২০২৩, ০৮:৪৫ পিএম


হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে
ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।

শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন তিনি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে শারীরিক চেকআপ করতে ম্যাডাম এভারকেয়ার হাসপাতালে এসেছেন। কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে, সেজন্য তিনি এসেছেন।’

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকাদারের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভারসহ নানা রোগে ভোগছেন। অসুস্থতার মধ্যে গুলশানের ‘ফিরোজা’য় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

গুলশানের বাসা থেকে খালেদা জিয়া রওনা হওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, শিরিন সুলতানা, কামরুজ্জামান রতন, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানি, যুবদলের মামুন হাসান, শফিকুল ইসলাম মিল্টন, ইছহাক সরকার, মহানগর বিএনপি দক্ষিণের রফিকুল আলম মজনু, ইশরাক হোসেন, তানভীর আহমেদ রবিন প্রমুখ।

বাসা থেকে হাসপাতালে আসা-যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি।

সবশেষ গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে যান।

আরএস

Link copied!