Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪,

শেখ হাসিনার শাসনামলের ভুলের কথা স্বীকার করলেন জয়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ১২, ২০২৪, ১২:২১ এএম


শেখ হাসিনার শাসনামলের ভুলের কথা স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি হাসিনা শাসনামলের ভুলের কথা স্বীকার করে বলেছেন, এর দায় কেবল একা তার মায়ের নয়।

রোববার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে জয় এসব কথা জানান।

জয় জানিয়েছেন, শেখ হাসিনা তার সরকারের মেয়াদ পূর্ণ করতে চেয়েছিলেন।

বলেন, আমার মা কখনোই দেশত্যাগ করতে চাননি। তার স্বপ্ন ছিল, সেখানেই অবসর নেওয়া। এটা ছিল তার সরকারের শেষ মেয়াদ।

জয় জানান, তার মা এখন দেশে ফিরতে চান, তবে তিনি এটা করতে পারবেন কি না, আমরা তা দেখার অপেক্ষায় আছি।

ওয়াশিংটনে দেওয়া সাক্ষাৎকারে জয় অন্তর্র্বতী সরকারেরও সমালোচনা করেছেন। তিনি এই সরকারকে সম্পূর্ণ ক্ষমতাহীন বলে আখ্যা দিয়েছেন।

ইএইচ

Link copied!