নিজস্ব প্রতিবেদক
মে ১৬, ২০২৫, ০৭:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক
মে ১৬, ২০২৫, ০৭:০৪ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। নবগঠিত এই সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. জাহিদুল ইসলাম। আহ্বায়ক কমিটিতে মোট সদস্য রাখা হয়েছে ১৩১ জন।
শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তানে অবস্থিত আবরার ফাহাদ অ্যাভিনিউতে এক আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক কমিটির নেতাদের নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলকে কমিটির মুখ্য সংগঠক হিসেবে ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, সিনিয়র যুগ্ম সচিব দ্যুতি অরণ্য এবং মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক খালেদ মাহমুদ ইকবাল।
নবনিযুক্ত সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম জানিয়েছেন, “খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।”
ইএইচ