Amar Sangbad
ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫,

ইশরাককে মেয়র পদে বসানোর দাবি, নগর ভবনের সামনে বিক্ষোভ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৭, ২০২৫, ০১:৩০ পিএম


ইশরাককে মেয়র পদে বসানোর দাবি, নগর ভবনের সামনে বিক্ষোভ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বসানোর দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যান তাঁর কয়েক হাজার সমর্থক। প্রবেশমুখে ব্যারিকেড দেখে তাঁরা সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। পরে আবার নগর ভবনের সামনে এসে বিক্ষোভ করছেন তাঁর সমর্থকেরা।

আজ শনিবার বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে থেকে হাজারো মানুষ মিছিল নিয়ে  সচিবালয়ের দিকে যান। তাঁরা গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন মোড়, প্রেসক্লাব, হাইকোর্ট, শিক্ষা ভবন ও বঙ্গবাজার হয়ে নগর ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।  

সরেজমিনে দেখা যায়, জিরো পয়েন্ট, প্রেসক্লাবের দক্ষিণ গেট (সচিবালয় ও প্রেসক্লাবের মাঝের জায়গা) ও শিক্ষা ভবন সংলগ্ন সচিবালয়ের প্রবেশমুখে ব্যারিকেড দেওয়া হয়েছে। সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়ে আছেন। সেখানে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে স্লোগান দেন। পরে আবার নগর ভবনে ফিরে যান।

এর আগে আজ সকাল নয়টার দিকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ শুরু করেন ইশরাক হোসেনের হাজারো সমর্থক। বিক্ষোভকারীরা ‘ইশরাককে মেয়র করো’, ‘ভোটের অধিকার ফিরিয়ে দাও’, ‘দুর্নীতিবাজ প্রশাসনের পতন চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড ও ব্যানার।

প্রায় ঘণ্টাখানেক মিছিল শেষে তাঁরা সচিবালয়ের দিকে যান। সেখান থেকে ফের নগর ভবনের সামনে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। সেখানে তাঁরা নানা স্লোগান দিচ্ছেন।

বিক্ষোভে অংশ নেওয়া একজন বলেন, ‘সচিবালয়ে গিয়েছিলাম জনগণের দাবি জানাতে। কিন্তু ব্যারিকেড দিয়ে আমাদের পথ আটকে রাখা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি, কোনো বিশৃঙ্খলা করিনি।’

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা দুইটা পর্যন্ত তাঁরা নগর ভবনের সামনে অবস্থান করবেন। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করে দিনের কর্মসূচি শেষ করা হবে।

বিক্ষোভে অংশ নেওয়া একাধিক ব্যক্তি বলেন, ইশরাক হোসেন ঢাকাবাসীর স্বপ্নের প্রতীক। তাঁকে মেয়র হিসেবে দেখতে চান বহু মানুষ। অথচ বর্তমান সরকার তাঁকে প্রতিহত করতে নানা কৌশল নিয়েছে। তাঁরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার অংশ হিসেবেই তাঁরা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চান।

পূর্বঘোষণা অনুসারে আজ নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে বিক্ষোভ করার কথা ছিল। গত বৃহস্পতিবার দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি থেকে সচিবালয় অভিমুখের কর্মসূচি ঘোষণা করা হয়। সেদিন নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি চলে। সেই কর্মসূচিতে নগরবাসীর সঙ্গে এসে একাত্মতা প্রকাশ করে দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা- কর্মচারীরা।

এদিকে ঢাকাবাসীর এই অবস্থান কর্মসূচিতে আজও একাত্মতা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ কর্মচারীরাও। সকাল থেকেই তাঁরা সব কার্যক্রম বন্ধ করে অবস্থান নেন এই অবস্থান কর্মসূচিতে। এ সময় তাঁরা সব গেট বন্ধ করে দেন। প্রত্যেক গেটেই তালা ঝুলিয়ে দিয়ে নগর ভবনের নিচতলায় মঞ্চ বানিয়ে অবস্থান কর্মসূচি চালাতে থাকেন তাঁরা। সেই কর্মসূচিতে ঢাকার বিভিন্ন এলাকার ব্যবসায়ী, রাজনৈতিক এবং সচেতন নাগরিক সমাজের নেতা কর্মীরা অংশ নেন।

বিআরইউ

Link copied!