Amar Sangbad
ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫,

সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে চায় এনসিপি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৪, ২০২৫, ০১:৪৫ পিএম


সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি জানিয়েছে, জুলাই সনদ, রাজনৈতিক সংস্কার, বিগত ফ্যাসিবাদী সরকারের বিচার ও জাতীয় নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে প্রকাশ করতে হবে। এতে জনমনে আস্থা ফিরবে এবং রাজনৈতিক অস্থিরতা কমবে বলে মনে করে দলটি।

শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ দাবি জানান।

তিনি বলেন, ‘জনগণ ও রাজনৈতিক দলগুলো এখন অপেক্ষায় আছে—এই মুহূর্তে সরকারের উচিত একটি সমন্বিত রোডম্যাপ দেওয়া।’

নির্বাচন নিয়ে বক্তব্যে নাহিদ বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত। এতে রাজনৈতিক দলগুলোর মাঠপর্যায়ে অংশগ্রহণ ও প্রস্তুতির সুযোগ তৈরি হবে।

সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে নিয়ে তিনি বলেন, ‘তাদের সঙ্গে এনসিপির কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। তারা গণ–অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে গিয়েছিলেন। এখন যদি তারা রাজনীতি করতে চান, তাহলে সরকারে থেকে তা সম্ভব নয়। সিদ্ধান্ত নিতে হবে—সরকার না রাজনীতি।’

এনসিপি আহ্বায়ক আরও বলেন, ‘৫ আগস্টের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা সেনাবাহিনী সম্প্রতি প্রকাশ করেছে। এই তালিকা যদি তখনই প্রকাশ হতো, তাহলে সেনাবাহিনীর মতো একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা নেতিবাচক মন্তব্য ঠেকানো যেত।’

তিনি বলেন, ‘আমরা অতীতে রাজনীতিতে সেনা হস্তক্ষেপের ঘটনা দেখেছি। ওয়ান-ইলেভেন আমাদের শেখায়—এটি দীর্ঘমেয়াদে কারও জন্য ভালো হয় না।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বিআরইউ

Link copied!