আমার সংবাদ ডেস্ক
মে ২৪, ২০২৫, ০২:০২ পিএম
আমার সংবাদ ডেস্ক
মে ২৪, ২০২৫, ০২:০২ পিএম
চলমান রাজনৈতিক অস্থিরতা ও প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের মধ্যে গোপন বৈঠকে বসেছে বিএনপি, জামায়াতে ইসলামি ও নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন, রাজনৈতিক রোডম্যাপ ও বর্তমান সংকট নিয়ে গভীর আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর রমনার একটি বাসায় এ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতের আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সূত্র জানায়, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব না হলেও, আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের সময় পাওয়ার বিষয়ে বিএনপি ও জামায়াত প্রাথমিকভাবে একমত হয়েছে। তবে কোনো দলই এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি।
বৈঠকে অংশ নেওয়া নেতারা মনে করেন, দেশে বিরাজমান রাজনৈতিক অনিশ্চয়তা নিরসনে একটি গ্রহণযোগ্য রোডম্যাপ প্রণয়ন জরুরি। আলোচনায় প্রধান উপদেষ্টার ভূমিকা এবং নির্দলীয় নির্বাচনের দাবিও প্রাধান্য পায়।
এদিকে আজ শনিবার সন্ধ্যায় বিএনপির সঙ্গে এবং রাতে জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকগুলো পরবর্তী রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে।
বিআরইউ