Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫,

ব্যারিস্টার খোকন

ইশরাকের শপথ না হওয়ায় সরকার দায়ী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ২৬, ২০২৫, ১০:১০ পিএম


ইশরাকের শপথ না হওয়ায় সরকার দায়ী

গেজেট অনুযায়ী ৩০ দিনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা না করায় সরকারকেই দায়ী করছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন।

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিকে শপথ পড়ানোর কথা। কিন্তু আজ ৩০ দিন পূর্ণ হলেও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়ানো হয়নি। এটি একটি বেআইনি ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ড। সরকারের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবেই এই ব্যত্যয় ঘটানো হয়েছে।”

ব্যারিস্টার খোকন বলেন, “ইশরাক হোসেন নির্ধারিত সময়সীমার মধ্যেই শপথ গ্রহণে প্রস্তুত ছিলেন। তিনি বারবার তাগিদ দিয়ে চিঠি দিয়েছেন, লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। কিন্তু সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সরকারই আইন প্রতিপালনে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় তাদেরই নিতে হবে। এতে নির্বাচিত প্রতিনিধির অধিকার খর্ব হয় না।”

তিনি আরও বলেন, “আইনে স্পষ্ট বলা আছে, নির্বাচিত ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে শপথ না নেন, তাহলে তার পদ বাতিল হতে পারে। কিন্তু যদি কর্তৃপক্ষ শপথ না পড়ায়, তাহলে নির্বাচিত ব্যক্তির কোনো দায় থাকে না। ইশরাক হোসেন শপথ নিতে প্রস্তুত ছিলেন, অথচ সরকার তা পড়ায়নি। ফলে বিষয়টি আদালতের মাধ্যমে সমাধান করতে হবে। আমরা উচ্চ আদালতে যাচ্ছি।”

গেজেট স্থগিত চেয়ে যারা রিট করেছিলেন, তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলেও জানান তিনি। “আজ সোমবার তারা আপিল বিভাগের চেম্বার জজের কাছে মামলাটি উপস্থাপন করেছিলেন। কিন্তু এটি নিয়ম অনুযায়ী না আসায় আদালত গ্রহণ করেননি। ফলে গেজেট স্থগিতের চেষ্টাও ব্যর্থ হয়েছে।”

ইএইচ

Link copied!