আমার সংবাদ ডেস্ক
জুলাই ৭, ২০২৫, ০১:৫৭ পিএম
জাতীয় নির্বাচন পেছানোর কোনো দাবির কথা বলেনি জামায়াতে ইসলামী—তবে দলটি চায় সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট।
সোমবার (৭ জুলাই) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আসন্ন জাতীয় সমাবেশ উপলক্ষে মাঠ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, সরকার যখনই নির্বাচন দিবে, জামায়াতে ইসলামী প্রস্তুত। তবে যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না। এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে সব দল ও প্রার্থী সমান সুযোগ পায় এবং ভোটাররা নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে।
বর্তমানে আইনশৃঙ্খলার অবনতির কারণে নির্বাচন ঘিরে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিশ্বাসযোগ্য ভোট সম্ভব নয়। যারা সহিংসতা করছে, তারাই কেন্দ্র দখল, ব্যালট লুটসহ অপ্রীতিকর ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।’
এর আগে, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে প্রস্তুতি ঘিরে জামায়াত নেতারা সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেন। মঞ্চের নকশা, নিরাপত্তা, ভিআইপি ও সাধারণ অংশগ্রহণকারীদের জন্য আলাদা প্রবেশপথ, এলইডি প্রজেক্টর, ওজু-টয়লেট, গাড়ি পার্কিং—সবকিছু ঘিরে বিস্তারিত পরিকল্পনার কথা জানান অধ্যাপক পরওয়ার।
তিনি বলেন, ৩১ ফুট প্রস্থ ও ৩৬ ফুট দৈর্ঘ্যের বিশাল মঞ্চ তৈরি হবে। থাকবে সিসিটিভি ক্যামেরা, পাবলিক সেফটি ও সার্বিক ব্যবস্থাপনা। সরকারিভাবেও আমরা সহযোগিতা আশা করছি।
‘ঢাকা চল’ স্লোগানে আয়োজিত এই সমাবেশে ৭ দফা দাবিকে ‘জনগণের ন্যায্য অধিকার’ উল্লেখ করে দলমত-নির্বিশেষে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান জামায়াত নেতারা।
পরিদর্শনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআরইউ