ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৮ জুলাই, ২০২৫
Amar Sangbad
ছাত্রশিবির সভাপতি

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাবীদের এগিয়ে আসতে হবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৮, ২০২৫, ০৩:২৫ পিএম

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাবীদের এগিয়ে আসতে হবে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাবীদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নৈতিকতার সংকট পূরণে মেধাবীদেরই এগিয়ে আসতে হবে।”

শনিবার সকালে গাজীপুর পিটিআই অডিটোরিয়ামে গাজীপুর মহানগর ছাত্রশিবির আয়োজিত এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি রেজাউল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন মহানগর সেক্রেটারি জাকির হোসেন।

ছাত্রশিবির সভাপতি বলেন, “আমাদের দেশে বিপুল সম্পদ থাকলেও তার সুষ্ঠু ব্যবস্থাপনা নেই। দক্ষ নেতৃত্বের অভাবে আমরা কাঙ্ক্ষিত অগ্রগতিতে পৌঁছাতে পারছি না। এই নেতৃত্ব গড়ে তোলার দায়িত্ব বর্তমান মেধাবীদের।”

তিনি আরও বলেন, “দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। দুর্নীতিমুক্ত দেশ গড়তে মেধার পাশাপাশি নৈতিকতার সমন্বয় প্রয়োজন। এজন্য কোরআন-হাদীস তথা ইসলামী মূল্যবোধ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কেবল যোগ্য, দক্ষ ও খোদাভীরু নেতৃত্বই পারে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “এই সাফল্যের মধ্য দিয়ে শিক্ষার্থীরা থেমে থাকবে না; বরং জীবনের প্রতিটি ধাপে সফলতার স্বাক্ষর রাখবে এবং দেশ ও জাতির স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক।

বিভিন্ন শাখায় সংবর্ধনা আয়োজন

কুমিল্লা মহানগর

২৪ জুলাই কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন। সভাপতিত্ব করেন মহানগর সভাপতি হাছান আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

সুনামগঞ্জ জেলা

২৫ জুলাই জেলা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী। 

সভাপতিত্ব করেন জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম।

নওগাঁ জেলা

২৪ জুলাই সদর উপজেলা অডিটোরিয়ামে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক রিয়াজুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা সভাপতি আব্দুর রাকিব এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি আজফারুল হক। 

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ।

গাইবান্ধা জেলা

২৫ জুলাই শহরের হোটেল আর রহমান মিলনায়তনে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক। 

প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ।

চট্টগ্রাম জেলা দক্ষিণ

১৮ জুলাই সি ওয়ার্ল্ড রিসোর্টে সংবর্ধনায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি ডি. এম. আসহাব উদ্দিন।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী বরকত আলী।

বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী এবং কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহায়মেন।

লক্ষ্মীপুর শহর

২৬ জুলাই সোনার বাংলা চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা। সভাপতিত্ব করেন শহর সভাপতি ফরিদ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু।

বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া।

মৌলভীবাজার জেলা ও শহর

২৫ জুলাই জেলা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সভাপতিত্ব করেন শহর সভাপতি তারেক আজিজ এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি কাজী দাইয়ান আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন শাবিপ্রবি শাখা সভাপতি তারেক মনোয়ার এবং জেলা জামায়াত আমীর ইঞ্জিনিয়ার এম. শাহেদ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবির সভাপতি এম. ফরিদ উদ্দিন।

ঢাকা জেলা দক্ষিণ

২৬ জুলাই নবাবগঞ্জ শহীদ মিনার চত্বরে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাহবুব আলম সিয়াম এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি আবু ফাত্তাহ মোহাম্মদ তূর্য।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ও অর্থ সম্পাদক আনিসুর রহমান।

চৌদ্দগ্রাম উপজেলা

২৬ জুলাই ডলি রিসোর্টে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মোজাম্মেল হক এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি নাছিম মিয়াজী।
প্রধান বক্তা ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আল মামুন রাসেল।

উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি মহিউদ্দিন রনি এবং সেক্রেটারি জাহিদ চৌধুরী।

ইএইচ

Link copied!