নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৫, ২০২৫, ০৪:৪০ পিএম
কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। তবে এনসিপি নেতারা এই খবরকে ‘ভিত্তিহীন গুজব’ বলে দাবি করছেন।
তাদের ভাষ্য, নেতারা কেবল অবকাশ যাপনেই কক্সবাজারে গিয়েছেন, কোনো বৈঠকে অংশ নেননি।
মঙ্গলবার দুপুরে এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন জানান, “পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি পুরোপুরি গুজব। আমাদের কেন্দ্রীয় নেতারা শুধু ঘুরতে গেছেন।”
দলটির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, “বৈঠক সংক্রান্ত যেসব সংবাদ ছড়ানো হচ্ছে, তার পুরোটাই ভিত্তিহীন। আমরা এমন কোনো মিটিংয়ের বিষয়ে কিছুই জানি না।”
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে খবর ছড়ায়, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন এবং এনসিপির শীর্ষ পাঁচ নেতা তার সঙ্গে একটি হোটেলে বৈঠকে মিলিত হবেন।
আজ ৫ আগস্ট, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। সরকারের আমন্ত্রণে সারা দেশ থেকে ছাত্র-জনতা ঢাকায় ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন। এমন দিনে এনসিপির কেন্দ্রীয় নেতারা— হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ কক্সবাজার সফরে যাওয়ায় সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন ও কৌতূহল সৃষ্টি হয়েছে।
ইএইচ