আমার সংবাদ ডেস্ক
আগস্ট ১০, ২০২৫, ০২:৩১ পিএম
আগে যেকোনো ঘটনা ঘটলে মানুষ প্রতিবাদ করতেন, প্রতিহত করতেন। এখন বিপদে পাশের কোনো মানুষও এগিয়ে আসে না, প্রতিবাদ করেন না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।
তিনি বলেন, ‘তি হিসেবে আমরা অসহিষ্ণু হয়ে পড়েছি। কোনো ধৈর্য নেই আমাদের। সমাজের অবক্ষয় হয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের প্রায় সবাইকে বিচারের আওতায় আনা হয়েছে, বাকিদেরও ধরা হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেইসঙ্গে অস্ত্রের সন্ধানদাতাকে পুরস্কার দেয়ার ঘোষণা করা হবে।’
নির্বাচন সুষ্ঠু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘বর্তমান দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা নির্বাচনকে কেন্দ্র করে নয়। নির্বাচন সুষ্ঠু হবে অবশ্যই।’
তিনি বলেন, ‘এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পুরোপুরি মনোবল ফিরে না এলেও নির্বাচন পর্যন্ত তাদের প্রশিক্ষণ দেয়া হবে। ততোদিনে এমনটা থাকবে না।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এবারের নির্বাচনে প্রতি ভোটকেন্দ্রে তিনজন করে অস্ত্রধারী আনসার থাকবে। একজন থাকবে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে। প্রতি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। এছাড়া প্রতি কেন্দ্রে বডি ক্যামেরা দেয়া হবে।’
জেএইচআর