Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের জয়

ক্রীড়া প্রতিবেদন

ক্রীড়া প্রতিবেদন

সেপ্টেম্বর ২৬, ২০২২, ১২:৫৩ এএম


আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের জয়

আফিফ হোসেনের লড়াকু ইনিংসে ভর করে আরব আমিরাতের বিপক্ষে কষ্টের জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আরব আমিরাতের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে স্কোরবোর্ডে ১৫৮ রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে শেষ ওভারে গিয়ে ১৫১ রানে থামে আরব আমিরাত।

আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের একটি সিরিজ খেলতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। মূলত বিশ্বকাপে নিজেদের সেরা একাদশ বাছাইয়ের জন্য এই ম্যাচগুলো ড্রেস রিহার্সাল।

এই সিরিজে নেই বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর বদলে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান।

সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর। ম্যাচ দুটির ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এরপর ২৮ তারিখ বাংলাদেশ দল ফিরে আসবে ঢাকায়।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ২০ ওভারে ১৫৮/৫ (মিরাজ ১২, সাব্বির ০, লিটন ১৩, আফিফ ৭৭*, ইয়াসির ৪, সৈকত ৩, সোহান ৩৫*; জুনায়েদ ৪-০-৩৩-০, সাবির ৩-০-১৬-১, আয়ান ৩-০-১৬-১, ফরিদ ৪-০-৩৮-১, মিয়াপ্পান ৪-০-৩৩-২, হামিদ ২-০-১৬-০)।

সংযুক্ত আরব আমিরাত : ১৯.৪ ওভারে ১৫১ (ওয়াসিম ১৫, সুরি ৩৯, লাকরা ১৯, অরবিন্দ ১৬, রিজওয়ান ৫, হামিদ ২, আয়ান ২৫, ফরিদ ২, মিয়াপ্পন ১২, জুনাইদ ১১, সাবির ০*; সাইফ ৪-০-৪০-০, মুস্তাফিজ ৪-০-৩১-২‌, নাসুম ৪-০-৩১-০, শরিফুল ৩.৪-০-২১-৩, মিরাজ ৩-০-১৭-৩, সৈকত ১-০-৯-০)।

ফল : বাংলাদেশ ৭ রানে জয়ী।

ইএফ

Link copied!