Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

রিজওয়ান-হ্যারিসের পর বাবর-ইফতিখারকেও হারল পাকিস্তান

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৩, ২০২২, ০৩:১৮ পিএম


রিজওয়ান-হ্যারিসের পর বাবর-ইফতিখারকেও হারল পাকিস্তান

ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড বনাম পাকিস্তান। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ব্যাটিংয়ে নেমে ভাল শুরুর আভাস দিলেও ব্যক্তিগত ১৫ রানে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। দলীয় ২৯ রানে স্যাম কারানের বলে বোল্ড হন এই ওপেনার। দ্বিতীয় উইকেট জুটিতে মোহাম্মদ হ্যারিসকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক বাবর আজম। দলীয় ৪৫ রানে আদিল রশিদের বলে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন হ্যারিস। আউট হওয়ার আগে হ্যারিসের ব্যাট থেকে আসে ১২ বলে ৮ রান। তৃতীয় উইকেট জুটিতে শান মাসুদকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন পাকিস্তান অধিনায়ক। বাবর-মাসুদের ৩৯ রানের জুটি ভাঙেন আদিল রশিদ। দলীয় ৮৪ রানে অধিনায়ক বাবরকে ফেরান আদিল রশিদ। ২৮ বলে ৩২ রান করে ফেরেন এই ওপেনার। ইফতিখার আউট হন শূন্য রানে। বেন স্টোকসের বলে বাটলারের ক্যাচ হয়ে ফেরেন এই ব্যাটার। দলীয় ৮৫ রানেই ৪ উইকেট হারিয়ে পির্যয়ে পাকিস্তান।
 

Link copied!