Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ব্রুনেইয়ের সুলতানকে ছাগল উপহার দিচ্ছে বাংলাদেশ

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৬, ২০২২, ০৯:০২ পিএম


ব্রুনেইয়ের সুলতানকে ছাগল উপহার দিচ্ছে বাংলাদেশ

ব্রুনাই দারুসসালামের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ তিন দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার (১৫ অক্টোবর) ঢাকায় এসেছেন।

রোববার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনেইয়ের সুলতান বলকিয়াহ বৈঠক করেন। এরপর ব্রুনাই দারুসসালামের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ, জনশক্তি রপ্তানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহসহ পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি চুক্তি ও ৩টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।  

তবে বাংলাদেশের পক্ষ থেকে ব্রুনেইয়ের সুলতানকে বেশ কিছু ছাগল উপহার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ব্রুনেইয়ের সুলতান প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাগল উনার (ব্রুনেই সুলতানের) খুব পছন্দ। উনি যাওয়ার সময় আমরা কিছু (ছাগল) দিয়ে দেব। আসার পর থেকেই আমরা উনাদের ছাগলের কাচ্চি খাওয়াচ্ছি। কারণ ওনারা এটি খুব পছন্দ করেন। ’

টিএইচ

Link copied!