নিজস্ব প্রতিবেদক
মে ২২, ২০২৫, ১০:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক
মে ২২, ২০২৫, ১০:১৯ পিএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এনসিপির একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রগুলো জানায়, সন্ধ্যা ৭টার দিকে নাহিদ ইসলাম যমুনা ভবনে প্রবেশ করেন এবং রাত ৮টা পর্যন্ত সেখানে অবস্থান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উপদেষ্টা মাহফুজ ইসলাম।
দলীয় সূত্রে জানা গেছে, এই সাক্ষাতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। তবে সুনির্দিষ্টভাবে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। বিষয়টি পরবর্তীতে দলের ফোরাম মিটিংয়ে আলোচনার সময় বিস্তারিত জানানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
ইএইচ