ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

ঈদযাত্রায় ঢাকাতেই ভোগান্তি, গাবতলী-কল্যাণপুর সড়কে ধীরগতি ও যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুন ৪, ২০২৫, ১১:৫৬ পিএম

ঈদযাত্রায় ঢাকাতেই ভোগান্তি, গাবতলী-কল্যাণপুর সড়কে ধীরগতি ও যানজট

ঈদুল আজহা উপলক্ষে আজ ছিল সরকারি-বেসরকারি দপ্তরগুলোর শেষ কার্যদিবস। ফলে রাজধানী ছাড়ার প্রবণতা ছিল সর্বোচ্চ। আর সেই চাপ গিয়ে পড়েছে রাজধানীর গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর ও শ্যামলী এলাকার সড়কে। 

কোথাও তীব্র যানজট, কোথাও আবার ধীরগতির কারণে ভোগান্তিতে পড়ছে উত্তরবঙ্গগামী বাসযাত্রীরা।

বুধবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, গাবতলীর পর্বতা সিগনাল থেকে মাজার রোড হয়ে টেকনিক্যাল পর্যন্ত সড়কে তীব্র যানজট। 

ব্যাটারিচালিত অটোরিকশা, যাত্রীদের যত্রতত্র পারাপার ও গরুর সঙ্গে পথচলা মানুষের ভিড় মিলিয়ে যান চলাচল কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।

সাভারের হেমায়েতপুর থেকে কল্যাণপুর-শ্যামলী পর্যন্ত রাস্তায়ও রয়েছে ধীরগতি ও থেমে থেমে যান চলাচল। এর ফলে অধিকাংশ বাস নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট থেকে দেড় ঘণ্টা পর্যন্ত দেরিতে ছেড়ে যাচ্ছে।

গাবতলী বালুরমাঠে অবস্থানরত হানিফ পরিবহনের এক হেলপার আমার সংবাদকে জানান, “আমিনবাজার ব্রিজ পার হওয়ার পর সড়ক ফাঁকা। কিন্তু হেমায়েতপুর থেকে গাবতলী পর্যন্ত আসতে ঘণ্টাখানেক লেগে যায়।”

শ্যামলী পরিবহনের এক চালক বলেন, “এবার ঈদযাত্রায় হাইওয়েতে নয়, ভোগান্তি হচ্ছে ঢাকার মধ্যেই।”

ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও ধীরগতির বিষয়টি স্বীকার করা হয়েছে। 

ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের দারুসসালাম জোনের সহকারী কমিশনার বিমল চন্দ্র বর্মন বলেন, “গাবতলী থেকে আসাদগেট পর্যন্ত ওয়ানওয়ে করা হয়েছে যাতে গতি বাড়ে। তবে যানবাহনের চাপ বেশি থাকায় কিছুটা ধীরগতি রয়েছে।”

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার মো. রফিকুল ইসলাম জানান, “শ্যামলী থেকে মাজার রোড পর্যন্ত ডেসকোর খোঁড়াখুঁড়ির কারণে সাময়িক সমস্যা হচ্ছে। তবে খোয়া ও বালি দিয়ে রাস্তা সমান করার কাজ চলমান রয়েছে।”

এদিকে গাবতলীর হানিফ কাউন্টারে বসে থাকা যাত্রী আনারুল ইসলাম জানান, “দিনাজপুরের বিরল রুটে ৯টা ৫০ মিনিটের বাস টিকিট কেটেছিলাম। বাস এসেছে ১১টায়। অধিকাংশ বাসই সময়মতো ছাড়ছে না।”

সব মিলিয়ে এবারের ঈদযাত্রার শুরুতেই রাজধানীর মধ্যেই তৈরি হয়েছে ভোগান্তির চিত্র, যা আগামী এক-দুই দিনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইএইচ

Link copied!