Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সরিষাবাড়ীতে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 

মে ২৪, ২০২২, ১২:০৮ পিএম


সরিষাবাড়ীতে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু 

"শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে সরকারিভাবে বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। 

মঙ্গলবার (২৪ মে) সকালে উপজেলা খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা। 

এ সময় উপজেলা জেলা খাদ‍্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার, ওসিএলএসডি বাবলু মিয়া, কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, কৃষক প্রতিনিধি রাজু আহমেদ, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক আবুল হোসেন উপস্থিত ছিলেন। 

উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, চলতি মৌসুমে এ উপজেলায় ২৪শ ৬৭ মেট্রিকটন ধান ও ১৯শ ৯৭ মেট্রিক টন চাল সংগ্রহের  লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি মৌসুমে সরকারিভাবে প্রতি কেজি চাল ৪০ টাকা এবং প্রতি কেজি ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা। একজন কৃষক সর্বোচ্চ ৩ টন ধান দিতে পারবেন বলে জানান। 

আমারসংবাদ/কেএস 

Link copied!