Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সংবাদ পত্রের কালো দিবস উপলক্ষে 

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

জুন ১৬, ২০২২, ০৮:৪৫ পিএম


কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল এগারোটার সময় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু। 

বক্তব্য রাখেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুকুল  সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, যুগ্ম সম্পাদক এম এ জিহাদ, প্রচার সম্পাদক নুরুন্নবী বাবু,দপ্তর সম্পাদক আব্দুম মুনিব,কোষাধ্যক্ষ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান সিপাই, দৈনিক সুত্রপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোকাদ্দেস হোসেন সেলিম, দৈনিক শিকল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহাফুজুর রহমান,  দৈনিক মাটির পৃথিবী পত্রিকার স্টাফ রিপোর্টার বাবলু রঞ্জন বিশ্বাস।

সভাপতির বক্তব্যে আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, দেশ স্বাধীন হওয়ার মাত্র তিন বছর পার হতে না হতেই ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংসদে আনা হয়েছিলো সংবিধানের চতুর্থ সংশোধনী। গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী উক্ত সংশোধনীর ফলে জাতির ঘাড়ে চেপে বসে একদলীয় শাসনব্যবস্থা ‘বাকশালের’ জগদ্দল পাথর। 

এরই ধারাবাহিকতায় ওই বছর ১৬ জুন বিতর্কিত বাকশাল সরকার সকল সংবাপত্র বন্ধ করে দেয়। সরকারি প্রচারপত্র হিসেবে ৪টি পত্রিকা সরকারি ব্যবস্থাপনায় প্রকাশ করে। এতে হাজারো সাংবাদিক রাতারাতি বেকার হয়ে দুঃসহ জীবনে পতিত হন। সংবাদমাধ্যম ও বাক-স্বাধীনতা হরণের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে এটি একটি কালো দিন হিসেবে চিহ্নিত। 

পরে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবে ক্ষমতাসীন হয়ে সংবিধানে এ দেশের কাঙ্ক্ষিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে বাকশাল সরকারের সকল প্রকার অগণতান্ত্রিক কালো ধারা বাতিল করেন এবং সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন।

Link copied!