ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫
Amar Sangbad

প্রেমের টানে বাংলাদেশে, বয়সের ছোট যুবককে করলেন বিয়ে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জুলাই ১২, ২০২২, ০৩:২১ পিএম

প্রেমের টানে বাংলাদেশে, বয়সের ছোট যুবককে করলেন বিয়ে

প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে গাজীপুরে এসে বাংলাদেশি এক যুবককে বিয়ে করেছেন ৩১ বছর বয়সী এক তরুণী। তার নাম লিডিয়া লোজা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। সেখান থেকেই তাদের প্রেমের সম্পর্ক হয়। ওই যুবকের নাম ইমরান। তার বয়স ২৮ বছর। 

গাজীপুরের শ্রীপুরের বরমী গ্রামের ইমরান (২৮) ও মার্কিন তরুণী লিডিয়া লোজা (৩১) মিলিত হন নেপালে। সেখানে বিয়ে করেন তারা। গেলো রোববার রাতে যুক্তরাষ্ট্রের আরিজোনা থেকে শ্রীপুরে শ্বশুরবাড়িতে এসেছেন লিডিয়া রোজা।

ইমরান বরমী গ্রামের আহসান উল্লাহ খানের ছেলে। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণির শেষ সেমিস্টারের ছাত্র তিনি। মা–বাবার পাঁচ সন্তানের মধ্যে ইমরান সবার ছোট। আর লিডিয়া যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের মেয়ে। বিয়ের পর লিডিয়ার নামের সঙ্গে খান যুক্ত করে হয়ে যান 'লিডিয়া রোজা খান'। 

ইমরান-লিডিয়া জানান, গত জানুয়ারির শেষ দিকে ফেসবুকে তাদের বন্ধুত্বের শুরু। বেশ কিছুদিন তারা সাধারণ বন্ধু থাকলেও গত মার্চে লিডিয়া বাংলাদেশে ইমরানকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। সে উদ্দেশ্যে লিডিয়া টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান। 

এয়ারপোর্টে উপস্থিত ছিলেন ইমরান। কিন্তু ইমিগ্রেশন-জটিলতার কারণে লিডিয়াকে আবারও টার্কিশ এয়ারলাইনসে ফেরত পাঠানো হয়। লিডিয়া বাড়ি ফিরে যাননি। তিনি অন্য ফ্লাইটে নেপাল পৌঁছান। 

এদিকে ইমরান ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে উড়াল দেন। সেখানে পৌঁছে তারা দুইজন দেখা করেন, এক মসজিদের ইমামের কাছে লিডিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেখানেই তাদের বিয়েও হয়। এরপর লিডিয়া ফিরে যান আরিজোনা আর ইমরান ফিরে আসেন বাংলাদেশে। চার মাস পর রোববার রাতে গাজীপুরে ইমরানের বাড়িতে এলেন লিডিয়া। 

লিডিয়া আপাতত কিছুদিন ইমরানের বাড়িতে থাকবেন বলে জানা গেছে। এরপর নিজ দেশে ফিরবেন। সব ঠিক থাকলে ইমরানও লিডিয়ার সঙ্গে পাড়ি জমাতে চান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বিভিন্ন মাধ্যমে বিষয়টি জেনেছি। সত্যতা যাচাইয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

আমারসংবাদ/এআই 

Link copied!