গৌরীপুর প্রতিনিধি
জুলাই ২১, ২০২২, ০৬:০৩ পিএম
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ৭ জন গৃহ ও ভূমিহীন পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘর প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে স্থানীয় পাবলিক হলে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার কমল রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম প্রমুখ।
পরে ০৭ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের হাতে ২ শতাংশ জমির কাগজপত্রাদি ও ঘরের চাবি উপহার হিসেবে তুলে দেয়া হয়।