Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

সন্ধ্যার পর ছেলে-মেয়েদের পড়ার টেবিলে থাকার আহ্বান: কলাপাড়া ওসি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

আগস্ট ৪, ২০২২, ০৩:৫৯ পিএম


সন্ধ্যার পর ছেলে-মেয়েদের পড়ার টেবিলে থাকার আহ্বান: কলাপাড়া ওসি

সন্ধ্যার পরে স্কুলগামী ছেলে মেয়েরা যাতে বাহিরে ঘুরাঘুরি ও অযথা আড্ডা না দিয়ে পড়ার টেবিলে থাকে এ বিষয়ে অভিভাবকদের সজাগ থাকার জন্য আহ্বান করেন কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ বক্তব্য রাখেন। তিনি আরোও বলেন, কলাপাড়ায় চুরি-ডাকাতির পরিমাণ রেড়ে চলেছে। আমরা নিয়মিত টহল অব্যাহত রেখেছি। এতে চুরি-ডাকাতির হার দিন দিন কমে আসছে। তবে এ বিষয়ে আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। সন্ধ্যার পরে যাতে ছেলে-মেয়েরা বাহিরে সময় না কাটিয়ে পড়ার টেবিলে থাকে বিশেষ করে অভিভাবকদের এ বিষয়ে সজাগ থাকতে হবে। খুব শিঘ্রই কলাপাড়ার গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলেও তিনি জানান।

মতবিনিময় সভায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সভাপতি এইচ.আর মুক্তার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এস.কে রঞ্জন, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (সুজন মৃধা), সাবেক অর্থ সম্পাদক মো. ওমর ফারুক, বর্তমান দপ্তর ও প্রচার সম্পাদক ইমন আল আহসান, সদস্য তুষার হালদার প্রমূখ।

মতিবিনিময় সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা।

কেএস

Link copied!