Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

রাত পোহালে দোহারের তিন ইউপিতে নির্বাচন

দোহার (ঢাকা) প্রতিনিধি

দোহার (ঢাকা) প্রতিনিধি

নভেম্বর ১, ২০২২, ০৮:৪৮ পিএম


রাত পোহালে দোহারের তিন ইউপিতে নির্বাচন

দীর্ঘদিনের সীমানা জটিলতা কাটিয়ে বুধবার ঢাকার দোহার উপজেলার তিনটি ইউনিয়ন রাইপাড়া, সুতারপাড়া ও মাহমুদপুরে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট দফতরগুলো।

এদিকে, ভোট গ্রহণের সকল সরঞ্জামাদি জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কেন্দ্রে কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে ভোট সামগ্রী হস্তান্তর করছেন নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, তিন ইউনিয়নে মোট ২৮টি কেন্দ্রে ১৭৪ টি কক্ষে অতিরিক্তসহ ৪৩৫টি ইভিএম এর মাধ্যমে মোট ৫৩ হাজার ৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে ১৭৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৩৪৮ জন পুলিং অফিসার, দুইজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ প্লাটুন বিজিবি, র‌্যাবের তিনটি টিম সহ পুলিশ, আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

নির্বাচন উপলক্ষে মঙ্গলবার দুপুরে দোহার থানা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

এসময় তিনি নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীদের ঈমানের সাথে দায়িত্ব পালন করতে নির্দেশ দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন-দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এআই 

Link copied!