Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের

সৈকত বাহাদুর’র মৃত্যুর দুইদিন পর রঙ্গবালাও চলে গেলেন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২২, ০৮:০৬ পিএম


সৈকত বাহাদুর’র মৃত্যুর দুইদিন পর রঙ্গবালাও চলে গেলেন

সৈকত বাহাদুরের মৃত্যুর দুইদিন পর রঙ্গবালা নামক আরেকটি হাতির মৃত্যু হয়েছে। হাতিরটির বয়স ৮৬ বছর।

বুধবার (৩০ নভেম্বর) বিকাল ৫টা ৫০মিনিটে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বার্ধক্য জনিত রোগে মৃত্যু হয়েছে। তবে পার্ক কর্তৃপক্ষ বার্ধক্যজনিত রোগে মৃত্যু হলেও একেরপর এক হাতির মৃত্যু নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

পার্ক কর্তৃপক্ষ জানায়, কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বুধবার বিকাল ৫টা ৫০টা মিনিটে রঙ্গবালা নামক মাথি হাতির মৃত্যু হয়েছে। হাতিটি দীর্ঘ আট মাস ধরে অসুস্থ ছিলো। চট্টগ্রাম ভেটোনারী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিবেক চন্দ্রের তত্বাবধানে চিকিৎসাধীন ছিলো। রঙ্গবালার মৃত্যু নিয়ে অধ্যাপক বিবেক চন্দ্রকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাতিটি ময়না তদন্ত শেষে মাটিতে পুতে ফেলা হয়েছে। একেরপর এক হাতির মৃত্যু নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এদিকে সোমবার বিকেলে চারটার দিকে পার্কের হাতির গোদায় খাবার (কলাগাছ) আহরণ অবস্থায় হঠাৎ মাটিয়ে লুটিয়ে পড়ে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমর রঞ্জন বড়ুয়া ও পার্কের ভেটেরিনারী সার্জন হাতেম সাজ্জাদ জুলকার নাইনকে সাথে নিয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাতিটির শরীর পরীক্ষা-নিরীক্ষা করেন। ধারণা করা হচ্ছে সৈকত বাহাদুর নামক পার্কের এই হাতিটি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম বলেন, বুধবার বিকাল ৫টা ৫০মিনিটের সময় বার্ধক্যজনিত রোগে মৃত্যু হয়েছে। দীর্ঘদিন আট মাস অভিজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসাধীন ছিলো। হাতির একটি তদন্ত টীমও গঠনের কথা জানান তিনি।

কেএস 

Link copied!