Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০১ ডিসেম্বর, ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২৩, ০৪:০৯ পিএম


বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

নেত্রকোনায় বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লেগে শাকিল আহমেদ (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে পৌর শহরের ছোটবাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শাকিল আহমেদ সদর উপজেলার বাংলা গ্রামের আবেদ আলীর ছেলে।

মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে শহরের পারলা বাসষ্ট্যান্ডে তার ভাইকে ঢাকাগামী বাসে উঠিয়ে দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল  শাকিল। শহরের ছোটবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লাগে। এতে মারাত্মক আহত হয় শাকিল। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেএস 

Link copied!