Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

বুড়িচংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

মার্চ ২৯, ২০২৩, ০৫:৫১ পিএম


বুড়িচংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কুমিল্লার বুড়িচং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের ১৬শত কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বীজ বিতরণ করা হয়েছে। খরিপ-১ আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের এসব বীজ ও সার বিতরণ করা হয়।

গতকাল বুধবার দুপুরে  উপজেলা পরিষদের  সামনে  আয়োজিত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আখলাক হায়দার।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. আফরিনা আক্তার , উপজেলা প্রকৌশলী মো. আলিফ আহাম্মদ অক্ষর, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা, সমাজ সেবা অফিসার মো. আব্দুল আউয়াল।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ,   উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহসিন কবির , সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু তাহের, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাসেম মাষ্টার, বাকশীমূল ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল করিম,  ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. বিল্লাল হোসেন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নিখিল চন্দ্র শীল, উপসহকারী কর্মকর্তা মোঃ আব্দুল জলিল, মিজানুর রহমান খান, ফখরুল ইসলাম ভূইয়া, ফারুক আহমেদ, ওমর ফারুক, বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, সাহেদ হোসেন, এম তাজুল ইসলাম, আমিনুল ইসলাম, শাহীনা আক্তার  ও  সুলতানা ইয়াছমিন প্রমুখ। 

বিতরনী অনুষ্ঠানে, উপজেলার বিভিন্ন এলাকার ১৬শ কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়।

আরএস

Link copied!