ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫
Amar Sangbad

গৌরীপুরে টিসিবির পণ্য বিক্রয়

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

জুন ৬, ২০২৩, ০৬:৪৩ পিএম

গৌরীপুরে টিসিবির পণ্য বিক্রয়

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নে ফ্যামিলী কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য পরিষদ প্রাঙ্গনে ৬ জুন মঙ্গলবার যাচাই-বাচাই পূর্বক পুরাতন কার্ডধারীদের মাঝে বিক্রয় করা হয়। 

সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে, ইউনিয়নে পুরুষ-মহিলা ফ্যামিলী কার্ডের সংখ্যা ১৫২২ টি। সকাল ১১ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবিক্রয় কাযর্ক্রম চলে। 

প্রতি লিটার সয়াবিন ১১০ টাকা এবং প্রতি কেজি ডাল ৭০ টাকায় ২ লিটার সয়াবিন ও ২ কেজি ডাল ৩৪০ টাকায় বিক্রয় করা হয়। 

উল্লেখ্য, ৫ জুন সোমবার এ পণ্য বিক্রয় করার তারিখ নির্ধারণ ছিল। তবে সরকারী নির্দ্দেশনা না মেনে ইউনিয়নের ওয়ার্ড মেম্বার মো শাহজাহান নতুন কার্ড বিতরন করায় সোমবার বঞ্চিত কার্ডধারীরা টিসিবি‍‍`র পণ্যবাহী ট্রাক ইউনিয়নের মেসিডেন্গী নামক স্থানে ট্রাকের গতিরোধ করে আটকিয়ে রাখে। 

খবর পেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে পণ্যবহনকৃত ট্রাকটিকে উপজেলা পরিষদে ফিরিয়ে নেন। ইউনিয়নের সকল মেম্বার ও ডিলারকে নিয়ে ওইদিন বিকালে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনার মাধ্যমে পরাতন কার্ডধারীদের মাঝে তালিকা যাচাই-বাচাই পূর্বক পণ্য বিক্রয় করার সিদ্ধান্ত হয়। 

সেই সিদ্ধান্তেই মঙ্গলবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পণ্য বিক্রয় করা হয়। ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান  জাহাঙ্গীর আলম জানিয়েছেন সোমবার টিসিবি কার্ড বিতরণে অনিয়ম-দুর্নীতির আশ্রয় গ্রহন করায় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহাজাহান মিয়ার প্রতি ক্ষুব্দ হয়ে বিক্ষোভ করেন বঞ্চিতরা। 

আজ মঙ্গলবার পুরাতন তালিকা যাচাই করে পণ্য বিক্রয় করা হয়। ত্বহা এন্টাপ্রাইজের প্রতিনিধি মো. সেলিম মিয়া জানিয়েছেন পুরাতন কার্ডধারীদের বাদ দিয়ে নতুন কার্ড বিতরণ করায় সোমবার বাদ পড়া বিক্ষুব্দ লোকজন টিসিবি পণ্যবাহী ট্রাক আটক করায় সোমবার আমরা পণ্য বিক্রি করতে পারি নাই। 

এতে আমাদের খরচ বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন জনপ্রতিনিধিদের হাতে টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচী তদারকির দায়িত্ব দেয়ায় প্রায় সময়ে এ উপজেলায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোজিয়া নাজনীন জানিয়েছেন টিসিবি কার্ডের নাম পরিবর্তন বা কর্তনের বিষয়ে অনিয়ম-দুর্নীতির কোন প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এইচআর

Link copied!