Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

বোরহানউদ্দিনে যুক্ত হলো স্পিড বোট, নির্বিঘ্নে মাছ শিকারে জেলেরা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৬:৩৯ পিএম


বোরহানউদ্দিনে যুক্ত হলো স্পিড বোট, নির্বিঘ্নে মাছ শিকারে জেলেরা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়িতে ডাবল ইঞ্জিনের দ্রুতগতির জলযান স্পিড বোট সংযুক্ত হয়েছে। গত ২৩শে আগস্ট বাংলাদেশ নৌ পুলিশের ঢাকা সদর দপ্তর থেকে ডাবল ইঞ্জিন চালিত দ্রুতগতির জলযান স্পিড বোট দেওয়া হয় ফাঁড়িতে।  

মেঘনা নদীর জেলেদের নিরাপত্তায় দ্রুতগতির জলযান ডাবল ইঞ্জিনের স্পিড বোট মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়িতে নিজস্ব জলযান প্রথম সংযুক্ত হলো। ফলে বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলাসহ চরাঞ্চলের মেঘনা নদীর মাছঘাটের জেলেরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন । তবে কোস্ট গার্ড ও নৌ পুলিশের ভয়ে আতংকে রয়েছে মেঘনার জলদস্যু বাহিনি চকেটজামাল নামক গ্রুপসহ সকল অপরাধীরা। মেঘনা নদীতে প্রতিনিয়ত ডাকাতির ঘটনা ঘটলেও বর্তমানে ডাবল ইঞ্জিনের দ্রুতগতির জলযান স্পিড বোট সংযুক্ত হওয়ার পরে মেঘনা নদীতে কোন ডাকাতির খবর পাওয়া যায়নি। মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়িতে স্পিড বোট সংযুক্ত করায় বাংলাদেশ নৌ পুলিশ ঢাকা সদর দপ্তরসহ সরকারকে ধন্যবাদ জানান আড়ৎদার ও জেলেরাসহ মাছঘাট মৎস্য ব্যবসায়ীরা। নৌ পুলিশ ফাঁড়িতে দ্রুতগতির স্পিড বোট সংযুক্ত হওয়ায় উপজেলার মাছঘাট গুলোতে

জেলেদের মাঝে মাছ শিকারে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। রবিবার বিকালে মির্জাকালু মাছঘাট, হাকিমুদ্দিন মাছঘাট, দিদার মাঝি মাছঘাট, মামুনের খাল মাছঘাট ও আলীমুদ্দিন বাংলাবাজার মাছঘাট গুলোতে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে। মির্জাকালু মাছঘাট মৎস্য আড়ৎদার ও হাসাননগর ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর মাঝি সরকার প্রধানের প্রসংশা করে বলেন,  একমাত্র আওয়ামীলীগ সরকার জেলেদের সুরক্ষার কথা চিন্তা করেন। তাই নদীতে জেলেদের নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ পুলিশ বাহিনি টহলসহ অপরাধের বিরুদ্ধে কাজ করছে। জলদস্যু বাহিনীসহ অপরাধীদের বিরুদ্ধে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে কোস্ট গার্ড ও নৌ পুলিশ বাহিনি দিন-রাত পরিশ্রম করে কাজ করছেন।

আওয়ামীলীগ সরকার আমলেই জেলেরা নিরাপদে নদীতে মাছ শিকার করছে। মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়িতে জেলেদের নিরাপত্তায় ডাবল ইঞ্জিন চালিত দ্রুতগতির জলযান স্পিড বোট সংযুক্ত হওয়ায় মেঘনা নদীতে নির্ভয়ে মাছ শিকার করছেন জেলেরা এমনটিই জানান তিনি।  

অন্যদিকে উপজেলার মামুনের খাল মাছঘাটের মিন্টু মাঝি নামক ব্যক্তি ২০২২ সালে মেঘনা নদীতে মাছ শিকারের সময় একাধিকবার ডাকাতের কবলে পরেছেন। ইঞ্জিন চালিত নৌকা ও জালসহ নগদ মুক্তিপন দিয়ে ডাকাতের কবল থেকে প্রানে বাঁচেন ভুক্তভোগী মিন্টু মাঝি। বোরহানউদ্দিন মৎস্য বিভাগে একাধিকবার বিষয়টি জানালে ভুক্তভোগী মিন্টু মাঝিকে বোরহানউদ্দিন মৎস্য বিভাগ থেকে জেলেদের বিকল্প কর্মসংস্থানের গরু ও  জাল দেওয়া হয়নি। মৎস্য বিভাগের দেওয়া বকনা বাছুর ও জাল পেয়েছে কারা? এমন প্রশ্ন করেছেন ভুক্তভোগী মিন্টু মাঝি। তবে নৌ পুলিশ ফাঁড়িতে স্পিড বোট যুক্ত হওয়ায় খুশি হয়েছেন তিনি। 

মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার জানান, দ্রুতগতির জলযান স্পিড বোট সংযুক্ত হওয়ার আগে মেঘনায় ডাকাত দলের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে ডাকাতিকালে ৩ ডাকাতকে আটক করা হয়। তজুমদ্দিন থানায় ডাকাতি মামলা হয়েছে। মামলা নং- ১০, তারিখ ২০-০৭-২০২৩ ইং। ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড। উক্ত মামলায় ডাকাত দলের মধ্যে একজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে দ্রুতগতির জলযান স্পিডবোট সংযুক্ত হওয়ার পরে মেঘনা নদীতে ডাকাতির খবর পাওয়া যায়নি। নির্বিঘ্নে মেঘনা নদীতে জেলেরা মাছ শিকার করছে। জলদস্যুসহ সকল অপরাধের বিরুদ্ধে মেঘনা নদীতে অমাদের নিয়মিত টহল অভিযান চলমান আছে। 

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মোঃ রায়হান উজ্জামান জানান, মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়িতে স্পিড বোট সংযুক্ত হওয়ায়  অপরাধ প্রতিরোধে মেঘনা নদীতে নিরাপত্তা জোরদারে ভালো ভুমিকা রাখবে নৌ পুলিশ। মৎস্য আহরনে জেলেদের নিরাপত্তায় সহায়ক ভুমিকা পালন করবে। 

আরএস

Link copied!