মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো
সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৯:২৯ পিএম
মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো
সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৯:২৯ পিএম
বাণিজ্যিক রাজধানী ও প্রাচ্যের অপরূপ সৌন্দর্যের ভরপুর চট্টগ্রাম। এখানে জেলা প্রশাসক পদে নিয়োগ পেতে যেমন আগ্রহ থাকে তেমনি কর্তৃপক্ষ নিয়োগ দিতেই খুবই সজাগ থাকেন। অতীতের যে সব জেলা প্রশাসক চট্টগ্রামে দায়িত্ব পালন করেছেন তারাও চেষ্টা করেছেন কিছু করে যেতে।
তবে বর্তমান জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান তাদের তুলনায় সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি সৎ ও পরিশ্রমি। নিজেকে উজাড় করে দিচ্ছেন চট্টগ্রামের জন্য। তাঁর কর্মকাণ্ড দেখে ডায়নামিক জেলা প্রশাসক হিসেবে আখ্যায়িত করছেন নগরবাসী। স্মার্ট নগরী গড়ে তুলতে নগরীর একপ্রান্ত থেকে অপরপ্রান্তে ছুটছেন।
এছাড়া তাঁর আরেকটি বিশেষ গুণ হচ্ছে, যে কোন মানুষের কথা শুনেন এবং সমস্যা সমাধান করেন। তাঁর নেই কোন অহংকার। চট্টগ্রামের মানুষ তাঁর কর্মকাণ্ড দেখে অবাক হন। ইতোমধ্যে স্মার্ট চট্টগ্রাম বিনির্মাণের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছেন এবং চলমান রয়েছে।
তিনি কথা বলেন, দৈনিক আমার সংবাদের সঙ্গে। ‘স্মার্ট লাইসেন্সিং অ্যাপ চালুর মাধ্যমে সকল লাইসেন্স সংক্রান্ত যাবতীয় কাজ দ্রুত সম্পন্ন হবে কমবে ভোগান্তি এবং দালালদের দৌরাত্ম্য।
অসামাজিক কার্যকলাপ ও মাদকের স্বর্গরাজ্য থেকে ১৯৪ একর সম্পত্তি উদ্ধার করে সেখানে দৃষ্টিনন্দন পার্ক তৈরী করেছেন। এছাড়া মহানগরের ফৌজদারহাটস্থ পোর্ট লিংক রোড সংলগ্ন সমুদ্র তীরবর্তী এলাকায় সম্প্রতি অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রায় ৭৫০ একর জমিতে সরকারি ব্যবস্থাপনায় ডিসি পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। ১৯১টি ইউনিয়নে ১৯১টি খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র তৈরিতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইতোমধ্যে জেলার ১৫ উপজেলার ১৯১ ইউনিয়নে জায়গা নির্ধারণের কাজ শুরু হয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আসন্ন বর্ষা মৌসুমে চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলার প্রতিটি ইউনিয়নে কমপক্ষে ১০ হাজার করে মোট ২১ লাখ এক হাজার এবং মহানগরের ৬টি রাজস্ব সার্কেলে মোট ২ লাখ ৭৮ হাজার সর্বমোট ২৩ লাখ ৭৯ হাজার বিভিন্ন ধরণের বনজ, ফলজ, ভেষজ ও নান্দনিক বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।
গত ১০ জুন থেকে বিআরটিসির ২টি ডাবল ডেকার বাস (একটি ছাদখোলা বাস) নিউমার্কেট- টাইগারপাস-ডিসি পার্ক (ফৌজদারহাট)-পতেঙ্গা রুটে পর্যটকদের ভ্রমণের জন্য চলাচল শুরু করে। ছাদখোলা ডাবল ডেকার বাসের ধারণক্ষমতা মোট ৫৫ জন এবং অপর বাসটির ধারণক্ষমতা ৭৪ জন হিসাবে প্রতিদিন মোট ২৫৮ জন যাত্রী চলাচল করতে পারে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে যাত্রীদের চাপ বেশি থাকায় বাড়তি চাপ
সামাল দেওয়ার জন্য শুক্রবার ও শনিবার বিকেলে নিয়মিত ২ টি বাসের পাশাপাশি আরো ২টি করে বাস বাড়ানো হয়।
পর্যটকদের চাহিদার প্রেক্ষিতে গত ১ জুলাই থেকে প্রতি শুক্রবার ও শনিবার শীতাতপ নিয়ন্ত্ৰিত মাইক্রোবাসে ফুল ডে ট্যুর সার্ভিস চালু করা হয়। অসচছল দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে জেলা লিগ্যাল এইড অফিস। এ সেবা কার্যক্রমকে হাতের মুঠোয় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্মার্ট লিগ্যাল এইড সার্ভিসের মাধ্যমে ভার্চুয়ালি আইনি পরামর্শ পাওয়া যাবে। পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন। তাই নগরকে করেছেন পলিথিন মুক্ত। মুক্ত হওয়ার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করার জন্য পাটজাত পণ্যের উৎপাদন, ব্যবহার বৃদ্ধি করেছেন।
চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য চালু আছে ১০টি দ্বিতল বাস এবং আরো ১০টি নতুন বাস চালু করার পরিকল্পনা রয়েছে।
চট্টগ্রামেই প্রথম ‘স্মার্ট আশ্রয়ন’ বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হয়েছে এবং চট্টগ্রাম জেলার প্রতিটি পরিবারের একজন সদস্যকে Local Employment Management System এর আওতায় বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তার উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। স্মার্ট চট্টগ্রাম-১২১ চট্টগ্রাম জেলার বিভিন্ন স্কুল-কলেজসহ অন্যান্যস্থানের খেলার মাঠসমূহের কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে মাঠগুলো সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনলাইনে বৈদেশিক প্রশিক্ষণ গ্রহণ ও কর্মসংস্থান সৃষ্টি করেছেন।
উল্লেখ্য, গতবছরের ৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক হিসেবে তিনি যোগদান করেন।
এআরএস