Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

মাটিরাঙ্গায় শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলেন ইউএনও ডেজী চত্রুবর্তী

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

ডিসেম্বর ১৪, ২০২৩, ০৭:৩১ পিএম


মাটিরাঙ্গায় শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলেন ইউএনও ডেজী চত্রুবর্তী

কনকনে শীতে সীমাহীন কষ্টে পড়েছে পাহাড়ের বয়স্ক মানুষগুলো। এ পরিস্থিতিতে ফুটপাতে থাকা দুঃস্থ, অসহায়,প্রতিবন্ধী, ছিন্নমূল মানুষের মাঝে  কম্বল জড়িয়ে উষ্ণতা ছড়িয়ে দিতে মাটিরাঙ্গা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ছুটছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

বৃহস্পতিবার (১৪ডিসেম্বর ) রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাটিরাঙ্গা পৌর শহরের এতিম খানায়, মুসলিমপাড়া,বাইল্যাছড়ি, রসুলপুর, বাজার এলাকায় অসহায় দু:স্থ সুবিধাবঞ্চিত  শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলেন ইউএনও.. ডেজী চত্রুবর্তী।

সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন মাটিরাঙ্গা উপজেলার অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের বাড়িতে  রাতে কম্বল নিয়ে হাজির হয়েছেন ইউএনও ডেজী চত্রুবর্তী।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন,গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য  প্রচন্ড শীতে খাগড়াছড়ির জেলা প্রশাসকের নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া কম্বল প্রকৃত দুস্থ শীতার্ত মানুষের মাঝে পৌঁছে দিতেই রাতের অন্ধকারে মানুষের ঘরে ঘরে ছুটছেন তিনি। ভবিষ্যতেও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরএস
 

Link copied!